See More Post

গল্পে গল্পে সেল পোস্ট -

হাটবার  হাটবার  হাটবার

  🥀 গল্পে গল্পে সেল পোস্ট -০১🥀

🥰🥰🥀স্বামী স্ত্রীর মাঝে কথপোকথন 🥀🥰🥰

স্ত্রীঃ আসসালামু আলাইকুম, 🌹

স্বামীঃ ওয়ালাইকুম আসসালাম।🥀

স্ত্রীঃ কেমন আছো?

স্বামীঃ আলহামদুলিল্লাহ ভালো, তুমি?🥰

স্ত্রীঃ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তুমি এখন কোথায়? 🥰

স্বামীঃ কেন অফিসে আছি।

স্ত্রীঃ আসতে কি দেরি হবে দুপুরে?

স্বামীঃ না আজকে তারাতাড়ি আসতে পারবো। কেন তোমার কি কোন কিছু লাগবে?

স্ত্রীঃ জ্বি আমার কিছু মার্কেজ করা লাগবে মার্কেটে যাবো।

স্বামীঃ ওহ কিন্তু আমি তো মার্কেটের কাছ দিয়েই বাসায় ফিরবো কি লাগবে বলো নিয়ে আসবো।

স্ত্রীঃ না না তুমি আনতে পারবে না আমি হাটবারে যাবো বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটে প্রতি মঙ্গলবার হাটবার বসে।

স্বামীঃ বলো কি😱 অনলাইনে আবার হাটবার তাও মার্কেটের। 😱

স্ত্রীঃ হ্যা গো হ্যা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর ফেসবুক গ্রুপে আমার এক বন্ধুও আছে ও বললো ওখানে তুমি যা প্রয়োজন সবকিছুই পাবে।🙃

স্বামীঃ বুঝলাম, কিন্তু অনলাইনে কিনাকাটা তো তেমন ভরসা যোগ্য না তাদের বিশ্বাস নেই। 😑

স্ত্রীঃ আরে তুমি আগে ভালো করে শুনো সেখানে সবাই ভালো মানুষ তারা কারো সাথে কোন প্রতারণা করে না তারা পন্য বিক্রি করে না বিক্রি করে বিশ্বাস তাদের যে শিক্ষক আছে তিনিও একজন ভালো মানুষ তিনি সবাইকে ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দেন উদ্যোক্তা হওয়ার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেন। তার নাম তুমিও শুনেছো নিউজ পেপার মিডিয়াতে কয়েকবার এসেছে। 😍

স্বামীঃ আচ্ছা তার নাম কি বলো তো তুমি এত প্রসংশা করতেছো একটু জানতে তো হবেই।😇

স্ত্রীঃ তার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর মেন্টর চেয়ারম্যান জনাব ইকবাল বাহার জাহিদ স্যার।

স্বামীঃ ও হো এর নাম তো আমি অনেকবার শুনেছি আমার অফিসের কয়েকজন কলিগও তার গ্রুপে যুক্ত আছে তারাও নাকি চাকরি ছেড়ে দিবে উদ্যোক্তা হওয়ার জন্য।  আচ্ছা তোমার কি লাগবে আর কত টাকা লাগবে।

স্ত্রীঃ আমার হিজাব লাগবে বেশ কিছুদিন হয়ে গেছে আমার হিজাব গুলোর রং কেমন যেন হয়ে গেছে আর পুরাতন হয়ে গেছে তাই নতুন কিনা দরকার আমার ওই বন্ধু নাকি ইসলামিক সিরিজ নিয়ে কাজ করে আমি ওর কাছ থেকেই নিবো আর আমাকে হাজার দুই টাকা দিলেই হবে।

স্বামীঃ আচ্ছা, তুমি এক কাজ করো আলমারি খুলে আমার কালো একটা পাঞ্জাবি আছে সেখানে দেখো একটা চাবি পাবে ডয়ার থেকে টাকা নিয়ে নেও তোমার যা প্রয়োজন।

স্ত্রীঃ আচ্ছা, তাহলে আমি রাখি কেমন।

স্বামীঃ আচ্ছা, ওহ হো তোমার ওই বন্ধুর পেইজের নামটা তো বললা না যদি আমার কিছু প্রয়োজন হয় এখন থেকে আমিও তোমার বন্ধুর কাছে থেকেই নিবো ইনশাআল্লাহ।

স্ত্রীঃ হুম বলছি, ওর পেইজের নাম হচ্ছে Alishan-bd.com সেখানে তুমি হিজাব, বোরকা,খিমার, হাত মুজা পা মুজা, পান্জাবি, টি-শার্ট, ইত্যাদি পাবে। তোমার যখন ইচ্ছে তুমি ওর পেইজে নক করে বলবে ও পাঠিয়ে দিবে।

স্বামীঃ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ।

স্ত্রীঃ আচ্ছা, আল্লাহ হাফেজ তারাতাড়ি বাসায় ফিরবে।

স্বামীঃ আচ্ছা আসসালামু আলাইকুম।

স্ত্রীঃ ওয়ালাইকুম আসসালাম।

মালোয়শিয়ান প্রিমিয়াম জরজেট কাপড়ের হিজাব

(৩০/৮০)  যারা হিজাব করেন তাদের জন্য খুব ভালো নরম এবং কম্ফেটবল পরতে খুবি আরামদায়ক।

দাম- মাত্র ১৯৯/- টাকা
যদি একসাথে ২ টি অর্ডার করেন তাহলে ৩৬০/- টাকা

ডেলিভারি চার্জ প্রযোজ্য

প্রথম অর্ডার করলেই সাথে পাবেন আকর্ষণীয় উপহার।
তাই আর দেরি না করে আপনার পছন্দের হিজাবটি এখনি অর্ডার করুন।

অর্ডার করতে কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন নিম্ন নাম্বারেঃ
০১৯৫২৭৪৮২২২
০১৮১০৩৭৯৭৩৩

ডেলিভারি দেওয়া আপনার নিকটতম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।

পাইকারী নেওয়ার জন্য সরাসরি ইনবক্স করবেন অথবা যোগাযোগ করবেন। 

#বিঃদ্রঃ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর সদস্যদের জন্য #৫% ছাড়।  এবং Alishan-bd.com এর প্রতিটি পন্য বিক্রি হওয়ার পর তার লাভাংশ থেকে ৫ টাকা যাবে এতিম অসহায় দরিদ্র মানুষদের সাহায্য ফান্ডে।

স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৫০
Date:- ১৫/০৬/২০২১

দোয়া কামনায়ঃ
মোঃ সাখাওয়াত হোসেন
ক্যাম্পাস অ্যাম্বাসেডর
জেলাঃ শরীয়তপুর
বর্তমানঃ ঝালকাঠি
ব্যাচঃ অষ্টম
রেজিঃ ৬২৭০
প্রতিষ্ঠানঃ Alishan-bd.com
পেইজঃ https://www.facebook.com/Alishan-bdcom-106408994462192/
মোবাইলঃ ০১৯৫২৭৪৮২২২

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।