See More Post

এক ঝলক বাতাস বয়ে যায় গাছের মাথায়

এক ঝলক বাতাস বয়ে যায় গাছের মাথায়, পাখিরা ক্রমাগত ডানা মেলছে, ওরা কথা বলে না, ঘাস ছেঁড়ে, ফড়িং খোঁজে, গাছের পাতায় লুকিয়ে থাকা আলো আমার দৃষ্টি কাড়ে, এ নিঃশব্দ সময়টা ও লেখা হয়ে যায়। আমি ভাবছি কোথায় ছিলাম,কোথায় এলাম আবার কোথায় যাবো... বেলা শেষে থাকবে কি আমার ভাললাগার স্মৃতি। আমাকে কি মনে রাখবে আমার না থাকা সময় গুলো। কেনো জানি সমুদ্র টা ভীষন রকম জ্বালায় আমাকে, হয়ত গভীর বলে... প্রথম যখন সমুদ্র দেখতে যাই সে সমুদ্র দেখার অনুভূতি আর লক্ষ কোটি বার সমুদ্র দেখার অনুভূতি কখনও এক হবে না। বার বার দেখছি নীল সাগরের ক্রমাগত ঢেউয়ের খেলা, প্রতিটি ঢেউ জানান দিচ্ছে সে বেঁচে আছে। আমাদের চলমান জীবনের প্রতিটি নিঃশ্বাস এ শব্দ ও জানিয়ে দেয় আমাদের বেঁচে থাকার কথা...
ক্রমাগত হতাশায় আচ্ছন্ন থাকা মানুষ আমি, আজ ক্রমাগত হতাশাকে ক্রমাগত কাবু ও করেছি। জীবনের একটা ভুল সিদ্ধান্ত হয়ত আমাকে জীবনের যাত্রা থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছে ঠিক, তবে বিলীন করে দেয়নি। আজ আমি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেই শুধু থেমে থাকিনা। শুরু করে দিয়েছিও বটে। এখন শুধু লেগে থাকার পালা ।আর তাই বলেই কিছুটা সফলতার
আলোটা যেন ঐ দেখতে পাচ্ছি খানিকটা দূরে। মনে হয় যেন আরেকটু এগুলোই যেন সফলতার স্বর্ণময় চূড়া স্পর্শ করতে পারবো।
আসলে সত্যি কথা হচ্ছে এই প্ল্যাটফর্মের সকল ভাই-বোনদের দোয়া ভালোবাসা অনুপ্রেরণায় নিজের ভেতরে কনফিডেন্স লেবেল টাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়ে সফলতার আলো দেখতে পায়।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।