See More Post

অনলাইন-বেবি-কাঁথা-হাউজ

#গল্পে_গল্পে_সেল_পোস্ট

"আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ"

আশা করি প্রিয় ভাই বোনেরা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন।

আজকে (৭৮) তম হাটে সবাইকে স্বাগতম, 💙💜

আজকের হাট টি সবার সফল হোক।শীতের মৌসমে দুম বেচা কেনা হবে।

প্রথমেই আপনাদের সাথে একটি মজার গল্প বলি হাট বার নিয়ে।প্রতি হাট বারে আমি সকালে গল্প লিখা নিয়ে ব্যস্ত থাকি আমার মা তা খেয়াল করছে।আজ আমি সকালে ঘুমিয়ে গেছি।কিন্তু আমার মা ভুলে নাই।বার বার বলতেছে কিরে আজ না হাটবার তোর গল্প লিখবি কখন😁আমি তো অবাক আমার মাও বুজে🤔সব মা রা এমন কিনা জানি না তবে আমার মা এর জন্যই আজ আমার এতো দূর আসা।সব মা এর জন্য দোয়া রইল।

মা এর কথা শুনে চলে এলাম গল্প লিখতে। আশা করি সবাই গল্প টি পড়েবন।

🍂সে দিন আমার এক স্কুল ফ্রেন্ড হঠাৎ মেসেজ দিলো।আমি প্রথমে চিনি নাই।পরে চিনলাম। ওর নাম মেঘলা।

⭕মেঘলাঃকিরে তাহামিনা কেমন আছিস?

⭕আমিঃকে আপনি?  চিনলাম না।

⭕মেঘলাঃ আরে আমি মেঘলা।ভুলে গেলি।এক সাথে ৫ বছর পড়েছি।

⭕আমিঃ না রে বোন। এখন তো অনেক মেঘলার সাথে পরিচয়। কোন মেঘলা তাই চিনি নাই।তো কেমন আছিস বল?

⭕মেঘলাঃ আলহামদুলিল্লাহ ভালো আছি।তুই কি অনলাইন বিজনেস করছ?

⭕আমিঃ এইতো শুরু করলাম ছোট করে।তুই কি করছ এখন? বিয়ে হইছে শুনলাম।

⭕মেঘলাঃ যাক আলহামদুলিল্লাহ। হুম বিয়ে হইছে।তুই তো সাইন্স নিয়ে পড়লি এখন বিজনেস করছ কেমনে।সাইন্স পড়ে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়।বিজনেস করার জন্য তো ব্যবসা নিয়ে পড়তে হয়।

⭕আমিঃ আগে ২ মিনিট হাসছি😁😁😁🤣🤣কি বলচ তুই আমি তো জীবনেও শুনি নাই বিজনেস করার জন্য বিজনেস নিয়ে পড়তে হয়।সব শাখার স্টুডেন্ট রা পারে।বিজ্ঞান, ব্যবসা,মানবিক।শুধু সৎ ইচ্ছা আর লেগে থাকলেই সবাই নিজে কিছু করে একজন উদ্যোক্তা হওয়া সম্ভব।

⭕মেঘলাঃ অবাক হয়ে বলল কি বলচ দোস্ত!!আমি তো এতো দিন জানতামও না।যাক ভালো করছত। আমরা তো বিয়ে করে সব শেষ। ঠিক মত পড়া লেখা টাও করতে পারিনি।এখন কত সমস্যায় আছি।

⭕আমিঃ তুই চাইলে শুরু করতে পারিস।ভাইয়া কে বলে দেখ।তবে এইসব ক্ষেত্রে পরিবারের সাপোর্ট আগে।পরিবার পাশে না থাকলে কিচ্ছু হয় না।

⭕মেঘলাঃ আমি কি পারব? এখন আরও অসুস্থ।আমার হাজবেন্ড কে বলব। আর তাহামিনা তুই খালামনি হবি। আমার কাঁথা লাগবে।

⭕আমিঃ যাক আলহামদুলিল্লাহ। আমি কাঁথার বিজনেস করি তাই তোদের বাচ্চার কথা শুনি।বিয়ের সময় তো দাওয়াত দিলি না।( দুই বান্ধুবি মিলে অনেক মজা করলাম)

⭕মেঘলাঃহুম রে সরি।আর তো কাঁথা গুলো অনেক সুন্দর। খুব ভালো লাগলো। এগুলা আঁকে কে?

⭕আমিঃ ধন্যবাদ আমি নিজেই আঁকি সেলাই করতে অন্য মানুষের হেল্প লাগে।কারন আমাকে অনলাইনে সময় দিতে হয়।

⭕মেঘলাঃ যাক ভালো তোর আঁকা  আঁকির গুন টা কাজে লাগছে।আমিও হাতের অনেক কাজ শিখছি।

⭕আমিঃযাক ভালো তুইও পারবি ঘরে বসে শুরু করে দে।
⭕মেঘলাঃ বুদ্ধি দে কি ভাবে কি করব।

⭕আমিঃ আমি একটা ফাউন্ডেশনের সাথে আছি। সেখান থেকে আমার শিক্ষা আমার পথ চলা।তোকে আগে সেখা যুক্ত হতে হবে।এর পর কয় দিন ঘুরে দেখ ভালো লাগলে রেজিষ্ট্রেশন করবি ফ্রিতে। এর পর ৯০ দিনের ফ্রি ট্রেনিং।

⭕মেঘলাঃ ধন্যবাদ। তুই আমাকে যুক্ত করে দে আমি তোর দুলাভাই বাসায় আসলে দেখাবো।

⭕আমিঃ আচ্ছা ধন্যবাদ। আর তোর অর্ডার কনফার্ম করলাম।আমার পেইজের লিংক দিচ্ছি ঘুরে আয়। আর কোন কাঁথা টা ভালো লাগে আমাকে ছবি দে।সব পেইজে দেওয়া আছে।
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/

⭕মেঘলাঃ আচ্ছা ধন্যবাদ আমি দেখে তোকে জানাচ্ছি।

⭕আমিঃআচ্ছা ধন্যবাদ। আসসালামুয়ালাইকুম।

পরিশেষে প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ যারা আমার আজকের গল্পটি পড়েছেন।

(বিঃদ্রঃ পণ্যের সাইজের উপর দাম নির্ধারন করা হয়)


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭০৩
Date:- ২১/১২/২০২১ ইং
👩‍🎓 তাহামিনা আক্তার
🏅কমিউনিটি ভলেন্টিয়ার
🎗️ব্যাচঃ১৪
✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩
🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর
🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী
🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে
🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।