See More Post

অনেক বড় বড় স্বপ্ন ছিল, আছে, সেই স্বপ্ন অনুসারে গাইডলাইন আর সাহস পেতামনা, অনেক হতাশা, আর

🌷🌷🌷ফাউন্ডেশনের সেশন চর্চায় নিজের পরিবর্তন দেখে  স্বামীর ভালোবাসার পূর্ণতা🌷🌷🌷
________________________________________________

🌿আমার স্বপ্নঃআমরা সবাই স্বপ্নবাজ মানুষ। স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে।কারও স্বপ্ন আকাশ ছোঁয়া,কার ও স্বপ্ন খুব সামান্য।ছোট হোক বা বড় সে তো কেবলি স্বপ্ন।স্বপ্ন ছাড়া বাঁচা যায় না কখনো?

সবাই চায় পৃথিবীতে একদিন সবাই  তাকে চিনবে,জানবে।একদিন সে সবার সামনে ভালো ভালো কথা বলবে আর সবাই তার কথা শুনবে আগ্রহী হয়ে যেমনটা প্রিয় মেন্টর এর কথা সবার শুনি।

আমি ও স্বপ্নবাজ একটি🙋‍♀️ মেয়ে। আমি ও স্যারের ছাত্রী হিসেবে এমন স্বপ্নগুলো বুনছি নিন বাগিচায় শুধু ফল হয়ে বের হওয়ার অপেক্ষায়।

🌷আমার স্বপ্নগুলো ছিলো আকাশ ছোঁয়া। সবচেয়ে বড় স্বপ্ন ছিলো📚 পড়াশোনা করে ডাক্তার👩‍⚕️ হয়ে মানবসেবা করব। কিন্তু সেই স্বপ্ন অনুসারে পড়াশোনা করা হলো না,হেরে গেলাম নিজের কাছে😰।

🍀সে স্বপ্ন বাদ দিয়ে শুরু হলো উদ্দ্যোগত্তা হওয়ার স্বপ্ন,বিজনেস ম্যান হওয়ার স্বপ্ন।আমি কখনো ছোট স্বপ্ন দেখতাম না,দেখি না।
       "জন্ম হোক যথাতথা,
                কর্ম হোক ভালো"।

সবসময়  ভাবতাম যে আমাকে এমন কিছু করতে হবে যেন সমাজের মানুষের উপকারে আসতে পারি।আমি দেশপ্রেমিক একটি মেয়ে, অনেক ভালবাসি আমি আমার দেশকে, মুক্তিযুদ্ধের কাহিনি যখন আব্বুর কাছে  শুনতাম, গান শুনতাম তখন খুব😢 কান্না পেতো।তখন আব্বুকে বলতাম  সে সময় যদি আমি থাকতাম তাহলে অবশ্যই যুদ্ধে যেতাম,  কিন্তু স্যার যখন বলেন, অন্যের জন্য কর্মস্থান তৈরি করাটা হল সবচেয়ে বড় দেশ প্রেম, তখন আমার অনেক ভালো লাগে, ভিতরে ইচ্ছে, জিদ থাকে, যে ইনশাআল্লাহ আমি সফল উদ্যেক্তা হবই এবং অন্যের জন্য কর্মস্থান না করা পর্যন্ত থেমে যাব না ইনশাআল্লাহ।
বুকভরা অনেক সাহস আর ইচ্ছে পুষতাম , কিন্তু আমার স্বপ্ন গুলোকে বাস্তবে কিভাবে রুপান্তরিত করব, সেই গাইডলাইন সেই সাহস পেতাম না। যা আমি "নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন " এর মাধ্যমে পেয়েছি।

✍️প্রিয় স্যারের অনুসন্ধানঃ  গুনি জনরা বলে দুনিয়া গোলাকৃত ও ছোট। চাইলে সব পাওয়া যাই। শুধু সময় ও স্থানের অপেক্ষায়।  ভালো কাজ কিভাবে করবো বা কোথায় থেকে গাইডলাইন পাব তার জন্যে।  আমি যখন থেকে মোবাইল ব্যাবহার করি, তখন থেকেই মোটিভেশনাল ভিডিও দেখতাম অনেক ভালো লাগতো। একদিন আমার স্বামী Forhad Chowdhury  আমাকে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ১১তম ব্যাচে রেজিষ্ট্রেশন করিয়ে দেয় ও নিজেও ১১তম ব্যাচের একজন আজীবন সদস্য ।তখন  হঠাৎ একদিন স্বপ্নের মত স্যারের একটি ভিডিও আমার চোখের সামনে আসল,  তখন থেকে স্যারের ভিডিও অনেক ভালো লাগতো, সেই ভিডিওটা ডাউনলোড করাছিল, বার বার দেখতাম,তারপর   স্যারের সেশন গুলো অনুসরণ করতে লাগলাম।

✍️  অনুভবঃ প্রিয় প্লাটফর্মে যুক্ত হয়ে শুরু হল প্রিয় স্যারের প্রতি ভালো লাগা ভালোবাসা, প্রিয় ভাইয়া আপুদের প্রতি ভালবাসা, এত প্লাটফর্মের ভাইয়া আপুরা এতটাই ভালো, এতটাই আন্তরিক, তাদের সাথে কথা বলে মুগ্ধ হতাম, আমাদের প্রিয় স্যার সর্বদা একটা কথা বলেন, যে আমাদেরকে সবার আগে ভালো মানুষ হতে হবে, আমরা সবাই বুক ফুলিয়ে  বলব, আমরা সবাই ভালো মানুষ, ঠিক তাই প্রিয় গ্রুপের সবাই আমরা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা একে অপরের সহযোগী, আমরা কেউ কার ও ক্ষতি চাই না।

✍️গ্রুপে আসার আগেঃ অনেক বড় বড় স্বপ্ন ছিল, আছে, সেই স্বপ্ন অনুসারে গাইডলাইন আর সাহস পেতামনা, অনেক হতাশা, আর অনেক ডিপ্রেশন কাজ করত আমার মধ্যে, হেরে যাওয়ার ভয় থাকত, আমি কথা বলতাম পারতাম না কারো ও সাথে কিন্তু চাঁদপুর জেলা ও লক্ষিপুর জেলার সেশন মিট আপের মাধ্যমে আমার কথা বলার  জড়তা কেটে গিয়েছে।এখন অনায়াসে আমি সবার সাথে কথা বলতে পাচ্ছি যা আমার জীবনের পরিবর্তন ঘটিয়েছে।আমার অনেক রাগছিল সেটা কন্ট্রোল করতে পারতাম না।সেই আমি আজ স্যারের সেশন গুলোর মাধ্যমে নিজের রাগকে কন্ট্রোল করতে শিখেছি।কথায় আছে,রাগ করলেন তো হেরে গেলেন।আর আমি হারতে চাই না।

✍️গ্রুপে যুক্ত হবার পর আমার পরিবর্তন :-
সর্বপ্রথম আমি বলতে পারি যে আমি একজন ভালো মানুষ, কারণ প্রতিনিয়ত স্যার আমাদের কে শিখাচ্ছেন ভালো মানুষিকতার চর্চা, আমার স্বপ্ন অনুযায়ী হাঁটার সাহস পাচ্ছি, কাজ শুরু করার ভয়, হতাশা, ডিপ্রেশন এগুলো আমার জীবন থেকে মুচে গেছে, আলহামদুলিল্লাহ। হতাশ কী সে জিনিসটাই আমি ভুলে গেছি, ব্যার্থ হলে মনে করি আমি তো এখন ও শুরুই করিনি, কোন জায়গায় ভুল আছে সেটা বের করে পুনরায় আবার শুরু করি,কারণ উদ্যােক্তা হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। গ্রুপে এসে আমি গার্মেন্টস আইটেম ও লক্ষিপুর জেলার বিখ্যাত সুপারি,নারকেল নিয়ে কাজ শুরু করেছি।ফেসবুকে একটা পেইজ খুলেছি👉👉👉👉👉

জাহানারা সুলতান ট্রেডার্স নামে আর এইভাবে

পরিবর্তন হচ্ছি আমি।

🌿গ্রুপ থেকে যা শিখেছিঃ
এই গ্রুপে এসে আমাদের সবার প্রিয় ইকবাল বাহার স্যার এর শিক্ষায় আমি এখন স্বপ্ন দেখতে শিখে গেছি।যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেই না।একজন সফল উদ্যোগক্তা হওয়ার স্বপ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করে।স্যার এর সেশন গুলো পড়ে অনেক অনুপ্রেরণা পাচ্ছি যা আমি কোনো গ্রুপে পাই নাই।আমি নিজেকে অনেক ধন্য মনে করি কারন আমি স্যার এর এক জন আজীবন ছাত্রী।

১|কি ভাবে একজন ভালো মানুষ হওয়া যায় তা প্রতিনিয়ত শিখছি?
২|কিভাবে নিজের পরিচয় তৈরি করতে হয়।
৩|যে কোন সমস্যার সম্মুখীন হলে তা থেকে কিভাবে সমাধান বের করতে হয়।
৪|নিজেকে একজন সৎ ও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পেয়েছি।
৫|কিভাবে সব সময় পজিটিভ থাকা যায়।

🍁গ্রুপ থেকে যা পেয়েছিঃ
১|আমি সর্বপ্রথম এই গ্রুপে লেখার অনুপ্রেরণা পেয়েছি। এইখানে লেখা ভালো হলে SOD করা হয়।যার কারনে লেখার আগ্রহ অনেক গুন বেড়ে যায়।আলহামদুলিল্লাহ পর পর আমার লেখা বেশ কয়েকবার SOD হওয়ার কারনে লেখার আগ্রহ বহুগুন বেড়ে গেছে।
২|গ্রুপে প্রচুর সময় দিচ্ছিলাম ও দিচ্ছি।যার কারনে হাট মনিটরিং টিমের মতো গুরুত্বপূর্ণ একটা গ্রুপে আমার যুক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে।ইনশাআল্লাহ লেগে থাকলে অনেক কিছুই পাওয়া সম্ভব।যা দিনে দিনে আমি উপলব্ধি করতে পাচ্ছি।

🍂🍂টপ টুয়েন্টিতে  আশার অনুভূতিঃআসলে এই গ্রুপে আসার পর থেকে টপ টুয়েন্টির পোস্ট যখন স্যার গ্রুপে যেন সব সময় ভাবি এই লিস্টে যদি আমার নাম ও থাকতো। তাই আমি টপ টুয়েন্টির জন্য ১ মাস গ্রুপে প্রচুর সময় দিলাম।কিন্তু টপ টুয়েন্টিতে আসতে যে এতো কষ্ট তা আমি আগে বুঝতে পারি নেই।তার পর ও অনেক কষ্ট করে,না খেয়ে, রাতে ঘুম থেকে উঠে ও কমেন্ট করতাম। কিন্তু দুঃভাগ্যবশত বল্ক এর উপর বল্ক দিয়ে রাখার কারনে সেই মাসে টপ টুয়েন্টিতে আসতে পারি নেই।খুব কষ্ট হচ্ছিলো কারন যেই দিন স্যার টপ টুয়েন্টির পোস্ট করেন সেই দিন সকাল থেকেই স্যারের পোস্ট এর অপেক্ষায় ছিলাম কখন স্যারের পোস্ট এ নিজের নাম দেখব।কিন্তু নাম আর পেলাম না।তার পর নিজে চিন্তা করলাম যারা টপ টুয়েন্টিতে এসেছেন তারা যদি আসতে পারে আমি কেন পারব না।আল্লাহর নাম নিয়ে  আবার শুরু করলাম টপ টুয়েন্টিতে নিজের জায়গা করে নিতে।নিজের প্রতি আত্নবিশ্বাস ছিলো যে হ্যাঁ আমি পারব।আমাকে পারতেই হবে।আসলে যে কোনো কাজে যদি লেগে থাকা যায় তার সফলতা আসবেই ইনশাআল্লাহ। ঠিক বলেছি।আমি ও লেগে ছিলাম যার কারনে তার পরের মাসেই স্যারের পোস্ট এ আমার নামটি টপ টিনের মধ্যে ৫ নাম্বার এ ছিলাম।

।আলহামদুলিল্লাহ আমি এখনো লেগে আছি আর থাকব।

👉👉এই গ্রুপ থেকে কি শিখছি,,কি পেয়েছি তা লিখে শেষ হবে না।শুধু বলতে পারি আলহামদুলিল্লাহ যা পেয়েছি সবই আল্লাহর রহমত ও মা-বাবার দোয়ায় পেয়েছি।

🍁🍁এখন আমার জীবনে একটাই লক্ষ্য একজন সফল উদ্যোগক্তা হিসেবে সবার সামনে নিজেকে পরিচিত করব এবং নিজের জেলাকে এগিয়ে নিতে সাহায্য করব ইনশাআল্লাহ।

"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৬৪
Date:- ৬৪/০৭/২০২১

🤲🤲সবাই সবার জন্য দোয়া  করব।

লিখায় ভুল হলে ক্ষমার  দৃষ্টি তে দেখবেন।

👩‍🎓আমি নাসরিন আক্তার প্রিয়া
   🇧🇩 জেলা লক্ষিপুর
      🏚️ বর্তমানঃ  চাঁদপুর
        🎈রক্তের গ্রুপঃ ও পজেটিভ
           🏆কমিউনিটি ভলান্টিয়ার
                🏅টপ টুয়েন্টি ক্লাবের সদস্য
                      💁‍♀️ হাট মনিটরিং টিম মেম্বার
                            🩸সদস্যঃব্লাড টিমের সদস্য
                            👩‍✈️১১তম ব্যাচ
                                 ✍️রেজিস্ট্রেশন ৩২৯২৫

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।