ইনায়া ইসলাম বৃষ্টি আপু
স্যার সেও আপনারি হাতে তৈরি করা ফসল,,,,।
স্যার যখন আমি ডিপ্রেশনের মাঝে ছিলাম, নিজের অজান্তে না বুঝে নিজেই নিজের সাথে অনেক অন্যায় করেছি ,,,,এখন ভুলটা বুঝতে পারি,,,,,,,।
স্যার সত্যি আপনি আমাদের সবার সফলতা কামনা,,এই পরিবারের বিশাল একটা বট গাছ আপনার সেই বট গাছের ছায়ার নিচে আমাদের সবার শান্তির একটা জায়গা। আপনে আমাদের সবার কাছে সুপারম্যান, সুপারহিরো,, আশার আলো, অন্ধকারে প্রদীপ,,,,, অনুপ্রেরণা,,,
স্যার আপনাকে এই পরিবারে সবার সবার মতো করে সম্মান ও শ্রদ্ধা করে।।।।
স্যার আপনাকে হাজার সালাম 
স্যার আপনাকে নিয়ে ছোট একটা কবিতা
জীবনের এতো গুলো দিন।
স্যার সব শেষে আপনাকে বলবো আজ আমি অনেক অনেক ভালো আছি এবং ইনশাআল্লাহ সামনের দিন গুলোতেও ভাল থাকবো।
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন পরিবারের সবাই বিশাল বড় মনের মানুষ, সবাই এতোটা হেল্পফুল ও বিনয়ী আমি চির দিন আপনাদের কাছে ঋণি হয়ে থাকবো। আপনারা সবাই সময় ও ধৈর্য সহকারে আমার লেখাগুলো পড়ে সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় অনুপ্রেরণা দিয়ে সামনের পথে চলতে উৎসাহিত করেছেন। সত্যি বলতে গেলে আপনাদের জন্য আজ আমি অনেক অনেক ভালো আছি। এই পরিবারের সাথে নিজেকে যুক্ত হয়ে আজ নিজেকে ভাগ্যবতী মনে করছি। এই পরিবারের কারো মনের মাঝে হিংসা অহংকার নেই আলহামদুলিল্লাহ। সত্যি এইটা এমন একটা প্লাটফর্ম যেখানে ভালো কাজ, ভালো মানুষ, ভালো কাজ করার উপদেশ পাওয়া যায়। আপনাদের যতোটা গুণের কথা আমি বলবো এটা খুব সামান্যই বলা হবে। কারণ আপনাদের গুণের নেই কোন শেষ।আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমিও যেনো আপনাদের মতো একজন ভালো মানুষ হতে পারি।
স্যার আপনি সব সময় আলো ও শক্তি হয়ে ভালোবেসে পাসে থাকবেন,, ইনশাআল্লাহ।।। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো,,, আল্লাহ তালা যেন আপনার সকল আশা গুলো পুরুন করে দেন এবং আপনাকে উপর আল্লাহ যেন সব সময় সুস্থ ও স্বাভাবিক রাখেন আমিন।
কিছু বাণী 
জেদকে যারা বিলাসিতা মনে করে তারাই জগতে পিছিয়ে থাকে সব সময় সব জায়গায় জেদ করতে নেই,,,,,,,,,।
যে ব্যক্তিই প্রকৃত জেদি সে কমের মাধ্যমে নিজের জেদ প্রকাশ করে থাকে,,,,,,,,,,,,,,।
সফল
আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না,
সন্তানের সফল্য চাইলে তাকে মাছ খেতে দেয়ার বদলে মাছ ধরতে শিখাও,,,,,,,,,,,,,,,,,।
সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ কাজ শেষ করে না,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।
যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয়, সেই প্রকৃত সফল্য অর্জন করে,,,,।
স্বপ্ন
স্বপ্নই শুধু পারে ব্যর্থতার তলানী থেকে একজন
তুমি যেখান থেকেই আসো না কেনো,স্বপ্ন দেখা ও তা সফল করার তোমার অধিকার আছে,,,,,,,।
তোমার যা আছে তা কখনো অপচয় করনা। মনে রেখো তোমার এখন যা আছে, তা এক সময় তোমার সপ্ন ছিলো,,,,,,,,,,,,।
সব স্বপ্ন পূর্ণ হতে হবে এমনটা নয়,,থাকনা কিছু স্বপ্ন দীর্ঘশ্বাসের ভিড়ে।।।।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।