See More Post

আমি সবসময় নি:স্বার্থভাবে ভালো মানুষদের ভালোবাসি


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ, 


আমার প্রাণের ফাউন্ডেশন,   ভালোবাসা-ভালোলাগা ফাউন্ডেশনের সকল ভলান্টিয়ার ও সদস্য ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ফাউন্ডেশনের মতোই ফাউন্ডেশনের সকল নিবেদিতপ্রাণ প্রিয় ভালোমানুষ ভাই/বোনদেরকে আমি অনেক বেশী ভালোবাসি। 


👉আজকে আমাদের শ্রদ্ধেয় মেন্টরের দেয়া ১৫ তম ব্যাচের ২২ তম দিনের ২২ তম সেশনটি আপনারা সবাই মনযোগ দিয়ে পড়েছেন ? আমি ৩য় ব্যাচ থেকে প্রিয় ফাউন্ডেশনে যুক্ত আছি, এখনও প্রতিনিয়ত স্যারের সেশনগুলি পড়ি, স্যারের সেশনগুলি পড়লে শরীরে স্পিড বেড়ে যায়, মনোবল বৃদ্ধি পায়, কাজে উৎসাহ পাই, ভালোমানুষিকতা আর পজেটিভিটি চর্চা করতে অনুপ্রাণিত হই। 


♥️প্রিয় ফাউন্ডেশনের ভালো মানুষদের লেখাগুলি দেখলে প্রতিদিনই আমার লিখতে ইচ্ছে হয়, সময়-সুযোগ আর বিভিন্ন ধরনের ব্যস্ততার কারনে সম্ভব হয়ে উঠেনা। 


✍️স্যারের দেয়া আজকের সেশন নিয়ে কিছু লিখতে ইচ্ছে হচ্ছে। আজকের সেশনের সারমর্ম বা আজকের সেশন থেকে স্যারের যে উক্তিটি আমরা পাই, সেটি হচ্ছে -


     "কোন কোন সম্পর্ক আপনাকে হয়তো নগদ কিছু দিবে না কিন্তু কোন একটা সময় এমন একটা সুযোগ সামনে নিয়ে আসবে যেটার জন্য নিজের সততার সম্পর্ক ছাড়া আর কিছুই করেননি বা চাননি।"

          - Iqbal Bahar Zahid স্যার। 


👉আমি এ কথাটি মনে প্রাণে বিশ্বাস করি, প্রিয় ফাউন্ডেশনের প্রিয় ভালো মানুষদের সাথে আমার যে সম্পর্কটি তৈরী হচ্ছে, আমি এ সম্পর্ক তৈরীতে তেমন কিছুই করছিনা, শুধুমাত্র আমার বিনয় ও ভালো মানুষিকতা চর্চা করেই কিন্তু এ সম্পর্কটা তৈরী হচ্ছে। আমি বিশ্বাস করি ভালোমানুষিকতা, ভালোবাসা আর বিনয় দিয়ে মানুষের মন জয় করা সম্ভব, মানুষের সাথে একটা সু-সম্পর্ক তৈরী করা সম্ভব। তবে এটা অবশ্যই হতে হবে কোনরূপ স্বার্থ ব্যতিরেকে। স্যারের আজকের পোস্টে আমার আরেকটি মনের কথা লিখা হয়েছে, যেটি এ মুহুর্তে লিখতে চাচ্ছিলাম "স্বার্থের কোন সম্পর্ক বেশী দিন টিকে না।" এটা কিন্তু চির সত্য কথা। 


আমার ব্যক্তিগত বিষয়ে যদি কিছু বলতে চাই, তাহলে আমি মন থেকে বলতে পারি - আমি সবসময় নি:স্বার্থভাবে ভালো মানুষদের ভালোবাসি। ভালো মানুষদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করি। ভালো মানুষদের সৎ পরামর্শ দিতে চেস্টা করি, ভালো মানুষদের আমার সাধ্যানুযায়ী সহযোগিতা করার চেস্টা করি। সবসময় নিরহংকার থাকার চেস্টা করি। অহংকারী মানুষদের অপছন্দ করি। 


আর একটা বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সবসময় জোর দেই এবং প্রতিনিয়ত নিজেকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে সর্বাবস্থায় সৎ থাকার চেস্টা করি এবং শতভাগ কমিটমেন্ট রক্ষা করার চেস্টা করি। আমি এমন কোন কমিটমেন্ট করিনা, যা আমি রাখতে পারিনা বা পারব না। এ দুটি বিষয়ে সর্বদা সতর্ক থাকার চেস্টা করি, কারন আমরা ত মানুষ, শয়তান সবসময় আমাদের ধোকা দিতে চেস্টা করে। 


আমি আমার চাকরী জীবনে অসৎ হওয়ার মতো অপার সম্ভাবনা ও সুযোগ থাকলেও সবসময় সৎ থাকার চেস্টা করেছি, কারন আমি অল্পে তুষ্ট হওয়া একজন মানুষ, আমার চাহিদা অনেক কম। আমি ছোট থেকেই কখনও ভাবিনা আমি কি পেলাম, কতটুকু পেলাম, বরং আমি অন্যদের জন্য কতটুকু ত্যাগ করতে পেরেছি, কতটুকু করা প্রয়োজন, আমার নিজের দায়িত্ব কতটুকু সম্পন্ন করতে পেরেছি বা পারছি, এটাই আমাকে সবসময় ভাবায়, আর চেস্টা করি প্রতিনিয়ত। আমি মনে প্রাণে বিশ্বাস করি সততার জন্য আর আমার মা বাবার দোয়ার জন্যই মহান আল্লাহ আমাকে প্রতিনিয়ত সম্মানীত করেছেন, আলহামদুলিল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌, আলহামদুলিল্লাহ্‌। 


স্যারের উক্তি বিশ্লেষন করতে গিয়ে ব্যক্তিগত কিছু লিখে ফেললাম। তবে যারা আমার এ লেখাটি পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি - একদিন আমি আপনাদেরকে আমার জীবনের গল্প শোনাব ইনশাআল্লাহ্‌। সবার জীবনেই গল্প থাকে, আমি আসলে বিভিন্ন ব্যক্তিগত কারনে জীবনের গল্প লিখিনা। আমাদের মতো মধ্যবিত্ত/নিন্ম মধ্যবিত্ত পরিবারের কারও জীবনই পুস্পশয্যা নয়। আমাকেও জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে, তবে সব সময়ই আমি জীবনকে এনজয় করেছি, বাস্তবতা হিসেবে মেনে নিয়েছি। প্রতি মুহুর্তে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছি, শুকরিয়া আদায় করেছি। কারন, এ পৃথিবীতে আমরা যে যেই অবস্থায়ই আছি, অনেক মানুষ আমাদের চেয়ে অনেক খারাপ সময় পার করছে। 


আবারও স্যারের দেয়া সেশন সম্পর্কে আসি - আমাদের সম্পর্কগুলি হতে হবে নি:স্বার্থ, হতে হবে বিনয়ী ও ভালোবাসাপূর্ণ। আমরা সবাই সবাইকে সম্মান দিব, ভালোবাসা দিব, শ্রদ্ধা করব, বিনয়ী হব। তাহলে আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরী হবে, সেটা হবে সম্মানের, সেটা হবে দীর্ঘস্থায়ী। এ জীবনে আমাদের কোন লাভ না হলেও, মৃত্যুর পর অন্তত কিছু মানুষ স্মরণ করবে, বলবে "এই ভাইটি সত্যিকারের ভালো মানুষ ছিল" - এটাই হবে আমাদের পরম স্বার্থকতা, অসাধারণ প্রাপ্তি, যা টাকা/পয়সা দিয়ে কেনা যায়না। 


এতক্ষণ যারা আমার লেখাটি পড়লেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। 


পৃথিবীর সকল ভালো মানুষ ভালো থাকুক, নিরাপদ ও সুস্থ থাকুক, মহান আল্লাহর দরবারে এটাই আমার প্রার্থনা। 


কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মেন্টর 'ইকবাল বাহার জাহিদ' স্যারকে।



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬০৩

Date:- ২২/০৮/২০২১ ইং

মাহমুদ

মডারেটর, NBMEGF

কান্ট্রি এম্বাসেডর - NRB কুয়েত

নিজ জেলা: গাজীপুর/ঢাকা (ক্যান্ট:)

৩য় ব্যাচ, রেজি: নং - ৫৮০


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।