আসসালামু আলাইকুম।
ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
হ্যাঁ ভালোবাসি
একটু বেশিই
ভালোবাসি
অন্যকে ভালোবাসাটা যেমন একটা কঠিন বিষয় তেমনি অন্যের ভালোবাসা পাওয়াটা ও কঠিন। আর ভালোবাসা এমনি এমনি হৃদয় থেকে বিচ্ছুরিত হয় না, এটা জোর করে ও আদায় করা যায় না। এটা পাইতে হইলে অনেকগুলো গুন থাকতে হয় আবার এটা কাউকে দিতে হলেও অনেকগুলো গুন থাকতে হয়।
শ্রুতিমধুর কন্ঠে সহজ সাবলীল মার্জিত ভাষার বাক্য বিন্যাসে নিবন্ধিত বিনম্র অসাধারণ বচনভঙ্গির মাধ্যমে মহৎ ও উদার কার্যাবলী দিয়ে অন্যের ভালোবাসা অর্জন করতে হয়।
আর এইসব নিজের বলার মত একটা গল্প গ্রপ ফাউন্ডেশনে আছে বলেই তো এর প্রতিষ্ঠাতা ও প্ল্যাটফর্ম কে এত ভালোবাসি।
হতাশার কালো ধোঁয়ায় আচ্ছন্ন এক পথ হারা পথিক আমি এই প্ল্যাটফর্মের ছোঁয়ায় পুলকিত আনন্দের সাথে আলিঙ্গন করতে পেরেছি জীবনের আলোর দিশারসাথে।
জীবনে সফল ও বেঁচে থাকার একমাত্র মন্ত্র হচ্ছে স্বপ্ন দেখা স্বপ্ন নির্ধারণ করা, আর সেই বিরল স্বপ্নকে খুঁজে পেয়ে চুম্বন করতে পেরেছি প্রিয় শিক্ষকের নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন থেকে।। গ্রহণ করতে পেরেছি সফলতার পরম স্বাদ।
এই প্ল্যাটফর্মের শিক্ষায় শিক্ষিত হয়ে নেগেটিভ কে পরিহার করে পজেটিভ কে বুকের মাঝে ধারণ করার অসাধারণ শক্তির সাথে মোলাকাত করতে পেরেছি।
লজ্জা ও সংকোচের প্রাচীর ভেঙ্গে চুরমার করে প্রকাশ্যে বাবা মাকে বলতে শিখেছি আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা। অফ! সরাসরি প্রকাশ্যে এই বলার মধ্যে কত যে পরম আনন্দ নিহিত তা ভাষায় প্রকাশ করা একেবারেই বিরল। প্রত্যেকটি সন্তানের জন্য বাবা-মা হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত কে ভালবাসা দিয়ে জয় করতে সক্ষম হয়েছি প্রিয় এই প্ল্যাটফর্মের আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে।
প্রিয় স্যারের শিক্ষায় দীক্ষা লাভ করে ভালো মানুষ হয়ে
বিনয়ী নম্র ও ভদ্র ব্যবহারকে হৃদয়ে ধারণ করে চার পাশের মানুষগুলোর ভালোবাসা অর্জন করে সফলতার কঠিন দ্বার অতি সহজভাবে উম্মুক্ত করে এই মানুষগুলোর হৃদয়ে মৃত্যুর পরেও বেঁচে থাকার চিরঞ্জীব
সম্পর্কের সাথে আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে।
প্রিয় এই প্লাটফর্মের ছাত্র হয়ে পেয়েছি একটি ভালো মানুষের বিশাল পরিবার যুক্ত হতে পেরেছি একটি চমৎকার বড় মাপের নেটওয়ার্কের সাথে। যা জীবনের জন্য অতি অপরিহার্য।
এই প্ল্যাটফর্মের ভাই বোনদের শ্রদ্ধা সম্মান ও ভালোবাসায় প্রতিমুহূর্তে হচ্ছি মুগ্ধ বিমোহিত ও আনন্দিত। চারপাশের মানুষগুলোর ভালোবাসা পাওয়া,এর চেয়ে বড় প্রাপ্তি মানুষের জন্য আর কি হতে পারে!
এখানে যুক্ত হয়ে আলিঙ্গন করতে পেরেছি প্রিয় স্যার এর ইউ টিভি লাইভ এর মাধ্যমে অনেক বড় বড় গুনী জনদের সাথে। প্রতিনিয়ত তাদের কথা শুনছি আর শিখছি সাথে সাথে হৃদয়ে ধারণ করার চেষ্টা করছি।
প্রানের প্রিয় এই প্লাটফর্ম থেকেই শিখছি বেশি মুনাফার মন মানসিকতা পরিহার করে মানবিক ব্যবসা।
বিনা খরচে নিজেকে চমৎকারভাবে ব্র্যান্ডিং করার সুযোগ পাচ্ছি প্রানের প্রিয় এই প্লাটফর্ম থেকে।
এই প্ল্যাটফর্মের মহান শিক্ষকের মহৎ শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যের ভালো কাজের প্রশংসা করতে শিখেছি।
সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর মন মানসিকতা তৈরির শিক্ষা অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে। শিখেছি ভলান্টিয়ারিং এর মতো মানবিক কাজ।
হিংসাকে চিরতরে হৃদয় থেকে বিতাড়িত করার আদর্শিক শিক্ষার সাথে মধুময় আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে এই প্ল্যাটফর্মের কারণে।
মূলধন ছাড়া ব্যবসা করার সাহস সঞ্চিত হয়েছে, এই প্রিয় স্যারের শিক্ষা থেকে। অল্পপুঁজিতে কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে পার্টনারশিপ নির্বাচিত করতে হয়, সব ই শিখেছি নিজের বলার মত একটা গল্প গ্রুপ ফাউন্ডেশন থেকে।
নিজে একা বাঁচার নাম জীবন নয় মহৎ শিক্ষা অর্জন করেছি প্রিয় এই প্লাটফর্ম থেকে।
শুদ্ধ ভাষায় কথা বলার উপকারিতা জানতে পেরেছি এখান থেকেই।
আমাকে দিয়েই হবে ,আমিই পারবো ইনশাআল্লাহ এই মন্ত্রটি হৃদয়ে পুঞ্জিভূত করে রাখার কৌশল শিখেছি প্রিয় এই প্লাটফর্ম থেকে।
জিতবে ,না হয় শিখবে,হারবে না কখনো -----জীবনে সফলতার জন্য এই অমূল্য বাণী হৃদয়স্থ করার অপূর্ব সক্ষমতা অর্জন করেছি এই প্ল্যাটফর্ম থেকে।
আমাদের কলুষিত সমাজের চারপাশের মানুষগুলোর অহেতুক সমালোচনার গণ্ডি উপেক্ষা করে জীবনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই সুন্দর শিক্ষা অর্জন করেছি প্রিয় এই পারফর্ম থেকেই।
কোন কথার সাথে সাথে জবাব না দিয়ে একটু সময় নিয়ে জবাব দেওয়ার সু কৌশল অবলম্বন করার শিক্ষা পেয়েছি। পেয়েছি মুখে জবাব না দিয়ে কাজের মাধ্যমে জবাব দেওয়ার পরম সু শিক্ষা।
হৃদয় উজাড় করে কাজকে ভালোবেসে করতে হবে। ভালবাসার কাজে কোনো ক্লান্তি নেই। এতদিনে তাও শিখে গেছি।
সর্বোপরি এখানে পেয়েছি এমন একজন উদার মহৎ মহান মেধাবী সমাজের নিবেদিতপ্রাণ, অন্ধকারের আলোকবর্তিকা, অসহায় মানুষদের অতন্দ্র প্রহরী,
বিশাল হৃদয়ের অধিকারী সর্বদাহাস্য উজ্জ্বল এমন একজন মেন্টরকে, যেকি না শুধু দিয়েই যায় কিছুই চায়না, সে ই (ইকবাল বাহার জাহিদ স্যার)মানুষটিরআমি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তাআলার কাছে।
এতগুলো পাওয়া এতগুলো শিক্ষা যে প্লাটফর্ম থেকে পাচ্ছি এবং যে মানুষটা থেকে পাচ্ছি এত অনাবিল ভালোবাসা সেই মানুষটাকে সেই প্ল্যাটফর্ম টাকে
কি ভালো না বেসে পারা যায়? নাহ্ এতটাঅকৃতজ্ঞ নই আমি।
তাইতো হৃদয় নিংড়ানো ভালোবাসায় বিভোর হয়ে বিশ্রাম কে উপেক্ষা করে লেগে আছি প্রাণের এই গ্রুপে।
তাইতো
অবশ্যই
ভালোবাসি
ভালোবাসি
একটু বেশি ই ভালোবাসি।
"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮২
Date:- ২৮/০৭/২০২১
আপনাদের সকলের ভালোবাসার
মোহাম্মদ দুলাল
কান্ট্রি অ্যাম্বাস্যাডার সৌদি আরব মক্কা
নবম ব্যাচ
রেজিঃ:----১১২৫৫
জেলা----শরীয়তপুর/ টঙ্গী গাজীপুর
ফোন --+৯৬৬-০৫৫৯৩৬৯৯২৪
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।