 
                  গত ১৫ই অগাস্ট ২০১৯
সিঙ্গাপুরে প্যান প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হলো 10th CMO Asia Award. বিশ্বের ২১টি দেশের বিভিন্ন
ব্যক্তি এবং মিলিয়ন-বিলিয়ন ডলার কোম্পানি ও প্রতিষ্ঠানকে তারা বিভিন্ন ক্যাটাগরিতে
এই এ্যাওয়ার্ড দিয়েছে। যার মধ্যে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,
শ্রীলঙ্কা, চায়না, ভিয়েতনাম,
কম্বোডিয়া,অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশের
বিজনেস লিডাররা উপস্থিত ছিলেন।
এবার বাংলাদেশ থেকে আমাকে দেয়া হয়েছে Most Admired Entrepreneur of The Year Award. বাংলাদেশ থেকে আরো পেয়েছে প্রতিষ্ঠান হিসেবে অ্যাকশান এইড বাংলাদেশ।
এই এ্যাওয়ার্ড “নিজের বলার মতো একটি গল্প” এর ২০০,০০০ তরুণ- তরুণীদেরকে ও আমার
বাবাকে উৎসর্গ করলাম।
 
                       ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।