See More Post

ব্যবসার_স্বপ্ন_থেকে_আজ_স্বপ্নের_ব্যবসা


আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ

আশা করছি ভালোবাসার প্লাটফর্ম এর আপু ভাইয়ারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

যাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা না জানালেই নয় তিনি আমাদের প্রিয় মেন্ট, প্রিয় শিক্ষক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। চির কৃতজ্ঞ স্যার এর প্রতি।

অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার প্রিয় ভাই বোন দের প্রতি যারা সব সময় আমার পাশে থেকে সাপোর্ট করেছেন।

#স্বপ্ন দেখুন 

 সাহস করুন 

শুরু করুন 

 লেগে থাকুন

সফলতা আসবেই।

প্রিয় স্যার এর প্রিয় স্লোগান। যে স্লোগান থেকে শিক্ষা নিয়ে প্রতি দিন এগিয়ে যাচ্ছে আমার মত স্বপ্ন ভাজ তরুন-তরুনী।

💦আমাদের সবার স্বপ্ন আছে কিন্তু শুরু করতে ভয় পাচ্ছি।আবার অনেকে শুরু করেছে কিন্তু লেগে থাকতে পারেনি।অনেকে শুরু করার সাহস পাচ্ছে না।তাই শুরু করার আগে নিজের স্বপ্ন টা কে স্থির করতে হবে।যে বিজনেস টা সব সময় স্বপ্নে দেখি সেটা শুরু করতে হবে।

স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমাতে দেই না,

স্বপ্ন সেটা নয় যেটা আমারা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি।

💦 ছোট বেলা থেকে আমার স্বপ্ন কি ছিলোঃ

মধ্যবিত্ত পরিবারে জন্ম। পরিবারের বড় মেয়ে হিসেবে সবার আদরের ছিলাম।বড় হওয়ার পর থেকে বাবা প্রবাস।তাই অভাব চোখে দেখি নাই।যখন যা চেয়েছি তখন তাই পেতাম।স্বপ্ন বলতে পড়া লেখা আর ভালো চাকরি ছাড়া কিছু দেখতাম না।নিজে যে কিছু করলে কত বড় প্রাপ্তি বা শান্তি তা কখনও অনুভব করি নাই। সব সময় অন্যের অধিনে করার জন্য বসে প্রস্তুতি নিতাম।এই ভাবনা আসে নাই যে আমি কেনো চাকরি করব,,আমি চাকরি দিব।ছোট থেকে ইচ্ছা শিক্ষক হব। কারন মা ছোট থেকে বলতো তুই শিক্ষক হবি মা এর স্বপ্ন।মার দেখা স্বপ্ন টা কে নিজের স্বপ্ন বলে ভাবতে লাগলাম।কারন আমাকে স্বপ্ন দেখানো হয়েছি তখন যদি বলা হতো তুই নিজে কিছু করতে হবে তাহলে নিজের মত চিন্তা করতাম।এভাবেই আমাদের সমাজে চলে আসছে। 

💦উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা শুরুঃ

২০২০ সালে জানছি উদ্যোক্তা কি এর আগে আমি জানতামও না।আমার কাছে উদ্যোক্তা মানে নিজের মত করে একটা সাম্রাজ্য তৈরি করা।আর চাকরি মানে অন্যের কথা মত চলা।স্বাধীনতা নেই পরাধীন জীবন। আর উদ্যোক্তার আছে প্রতিটি ক্ষেত্রে স্বাধীনতা।

করোনা আসার পরে বুজলাম। বসে থেকে লাভ নেই আমারও কিছু করা দরকার। কি করা যায় ভাবতে থাকলাম।ব্যবসা করার স্বপ্ন দেখতে লাগলাম।হাঠাৎ পেয়েও গেলাম নিজের শখের কাজ টা।আমাদের স্যার বলেন যে কাজ টা কে আমরা ভালোবাসব। সে কাজ টা দিয়ে আমাদের উদ্যোক্তা জীবন শুরু করব।তাহলে আমরা কাজ করতে করতে ক্লান্ত হব না।আমি আমার শখের কাজ টা শুরু করলাম যেহেতু আমি ছোট থেকে আঁকতে ভালোবাসি।তাই নকশি কাঁথা দিয়েই আমার শুরুটা। সেলাই কম পারলেও চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এখনও সেলাইও পারি।আমার লক্ষ ছিলো আমি নিজে কিছু করতে পারব আরও ৮/১০ টা পরিবারেরও যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সেই স্বপ্ন থেকে আমার স্বপ্নের বিজনেস #অনলাইন বেবি কাঁথা হাউজ  অগ্রযাত্রা শুরু হয়।কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে সেটা অনেক মাস স্টপ হয়ে ছিলো।

💦কি ভাবে আমার স্বপ্নের ব্যবসা নিয়ে ঘুরে দাঁড়ায়ঃ

অনেক দিন পেইজ খুলে বসে ছিলাম। কি করব কিছুই জানি না।হঠাৎ পেয়ে গেলাম #নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন  এর হাতছানি।পেয়ে গেলাম প্রিয় শিক্ষককে।স্যার এর প্রতিটি সেশন ফলো করতে থাকি।নিজের সাথে নিজে অনেক কথা বলতাম।এই ফাউন্ডেশনের ছায়া তলে না আসলে আমার স্বনের ব্যবসা করা হতো না। হয়তো অন্যের অধীনে কাজ করে নিজের জীবন চলে যেতো।আমি কখনও স্বপ্ন দেখতাম না।

আমার মত অনেকে আছে যারা কিছুই করছে না।আবার অনেকে অনেক কিছু করে পেলছে।যারা করছে আমি তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে আগাচ্ছি আর যারা কিছুই করে নাই তাদেরকে উঠিয়ে আনতে চেষ্টা করছি।আমি সব সময় চাই কোন মেয়ে বসে না থাকুক।ঘরে বসে কিছু করুক।নিজের বলার মত একটা গল্প  তৈরি করুক।

আমি বিশ্বাস করি এই ফাউন্ডেশন থেকে প্রিয় শিক্ষকের শিক্ষা নিয়ে আমার শুধু স্বপ্নই পূরণ হবে না।আমি হতে পারব একজন ভালো মানুষ এইটাই আমার বড় অর্জন।আমি অনেক কিছু পেয়েছি এই প্লাটফর্ম থেকে যা আমি আমার শিক্ষা জীবনেও পাই নি।

💦আজ আমার প্রিয় স্লোগানঃ

#চাকরি_করব_না_চাকরি_দিব

এটি শুধু আমার প্রিয় স্লোগান। অহংকার নয়।এখন স্বপ্ন দেখি। আমি অন্যকে চাকরি দিব।আগে নিজেই করার চিন্তা করতাম।আমার সব টুকু পরিবর্তন এই প্লাটফর্ম থেকে।ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে কাজ করার স্বপ্ন দেখছি।কারন আমাদের স্যার বলেন একটা মাত্র কাজ করার জন্য আপনার জন্ম হয়নি। তাই স্বপ্নের কাজের পাশাপাশি আরেক টা স্বপ্ন খুঁজে নিতে হবে।

সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আজ আর নয়।অন্য দিন আসব আরেক টপিক নিয়ে ইনশাআল্লাহ। 


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬৫

Date:-০৪ & ০৫/১১/২০২১ইং

👩‍🎓তাহামিনা আক্তার 

🏅কমিউনিটি ভলেন্টিয়ার

🎗️ব্যাচঃ১৪ 

✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩ 

🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর

🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী 

🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে 

🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।