See More Post

গল্পে_গল্পে_বিক্রয়


"আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ"

আশা করছি ভালোবাসার পরিবারের প্রিয় মানুষ গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন।

#প্রিয়_ভাই_বোন_দের_জানাই_৭১তম_হাটেস্বাগত 🌹

হাট বার আসলেই গল্পের কথা মনে পড়ে যায়। এই যেন গল্পময় একটা দিন।সারা দিনে কত কত গল্প আসে। সেল পোস্ট সবাই দিতে পারে কিন্তু গল্পে গল্পে সেল পোস্ট শুধু

#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন আপু ভাইয়ারা দিতে পারে। প্রিয় স্যার আমাদের মত স্বপ্ন ভাজ তরুন তরুনীদের কথা চিন্তা করে এই দিনে গল্পের মাধ্যমে ইন্ডারেক্ট সেল পোস্ট দিতে বলছেন।

💢ডিরেক্ট সেল পোস্ট এখন সাধারণ একটা মার্কেটিং কৌশল।এইটা মানুষকে বেশি আকর্ষণ করে না। কিন্তু যখন একটা গল্পে গল্পে সেল পোস্ট আসে সবাই আগ্রহ নিয়ে পড়ে। মানুষ কে আকর্ষন করি গল্পের মাধ্যেমে নিজের পন্য বা সার্ভিসের পরিচয় করি দেওয়াও একজন উদ্যোক্তার দক্ষতা। যেটা ইকবাল বাহার জাহিদ স্যার শিক্ষা দিচ্ছেন।

ধন্যবাদ প্রিয় মেন্টর,প্রিয় শিক্ষক হাট বারে এতো সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমাদের প্রতিভা গুলোকে জাগ্রত করার সুযোগ করে দেওয়ার জন্য।

👉সংখ্যেপে আমার পরিচয় টা জেনে নিনঃ

💦আমি তাহামিনা। লক্ষ্মীপুর জেলার একজন গর্বিত সন্তান।পেশায় একজন স্টুডেন্ট। আজ আরও বড় একটা পরিচয় আমি একজন উদ্যোক্তা।

💢গল্পে যাওয়ার আগে কিছু ভুলের কথা জানিয়ে যায়। যারা নতুন আছেন তাদের কিছু প্রশ্ন এবং না জেনে যে ভুল গুলো আমরা করি।আমিও প্রথমে জানতাম না সবার থেকে জানছি।

👉আমরা অনেকে ফাউন্ডেশনে আসার ৬০ দিন আগেই সেল পোস্ট দিয়ে দি।যদি এফ্রুভ না হয় তাহলে মন খারাপ করি এবং ফাউন্ডেশন সম্পর্কে ভিন্ন ধারণা পোষণ করি।তাদেরকে বলছি আপনারা আগে ফাউন্ডেশনে ৬০ দিন সেশন পড়েন তার পর সেল পোস্ট করেন। কারন স্যার চান যাতে আমরা শিখে কাজ শুরু করি।তাই আপনাকে ৬০ দিন পর সেল পোস্ট করতে হবে।

👉অনেকে হাট বারে জীবন গল্প লিখেন। হাট বারে শুধু সেল পোস্ট আর গল্পে গল্পে সেল পোস্ট করার জন্য বলা হয়। অনেক গুলো মিট আপে আমাদের দায়িত্বশীল আপু ভাইয়ারা এইসব পরামর্শ দিয়ে থাকেন।তাই আমরা নিজের জেলার পাশাপাশি অন্য মিট আপ গুলো তে জয়েন করার চেষ্টা করব তাহলে অনেক কিছু জানতে পারব।

👉অনেক আপু ভাইয়ারা আছেন (নাম,ব্যাচ নং,রেজিষ্ট্রেশন, জেলার নাম) ছাড়া পোস্ট করেন তাদের পোস্ট এফ্রুভ হয় না। তাই যারা নতুন আছেন তাদের কে বলছি আপনারা এই তথ্য গুলো দিয়ে পোস্ট করেন আপনার পোস্ট এফ্রুভ হবে। 

যেহেতু অনেকে জিজ্ঞেস করে তাই আজকে কিছু কথা।ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। নিজে জানি এবং অন্যকে জানাই এই স্লোগান থেকে আমি যা জানি তাই বলেছি।চলুন আমার গল্পে ডুকি,,,,,👇

💦প্রথম সেল পোস্ট এর পরে একটা বড় অর্ডার আসে।অনেক বেশি খুশি হয় কারন আমি আশাও করি নাই এতো তাড়াতাড়ি অর্ডার পাব।পরের দিনই বড় একটা বাজারে যায় যেখান থেকে বড় ব্যবসায়ী রা কাপড় কিনে।ভাবছি সেখানে কম দামে ভালো কাপড় পাব।সাথে একজন কে নিলাম উনি একটু দক্ষ আছেন। কিন্তু আমার একটা দোকানেও কাপড় পছন্দ হলো না।আবার পছন্দ হলে দাম বেশি। যেটা আমার পাশের বাজারে আরও কম দামে পাওয়া যায়।আমার সাথের মানুষ টা বিরক্ত হলেও আমি বিরক্ত হই নাই।কারন আমি স্যার এর শিক্ষা নিয়ে কাজ শুরু করছি।স্যার বলছেন,, 

#জীবনের_সবচেয়ে_বড়_বিনিয়োগ_হচ্ছে_সততা_ও_কমিটমেন্ট

আমার কাস্টমার আমাকে বিশ্বাস করে ফুল টাকা প্যামেন্ট করছে কিন্তু আমি যদি তাকে খারাপ কাপড় দি তাহলে সে আর আমার থেকে নিবে না এবং আমার প্রতারণার জন্য অন্য আরেক জন থেকে নিতেও ভয় পাবে।

💦আমার সাথের যিনি গেছে উনি বলতেছে সন্ধা হয়ে গেছে বাসায় চল কাপড় আর কিনতে পারবি না।কি করব ভালো কাপড় না পেয়ে অনেক টাকা ভাড়া দিয়ে বাসায় চলে আসলাম।পরের দিন পাশের বাজারে গেলাম আলহামদুলিল্লাহ আমি কম দামে অনেক ভালো কাপড় পেলাম।কাপড় গুলো এনে কাজ শুরু করে দিলাম।যেহেতু হাতের কাজ তাই যে সময় নিয়েছি একটু দেরি হলেও সব প্রোডাক্ট আলহামদুলিল্লাহ পাঠাতে পেরেছি।আমার কাস্টমারও কাঁথা গুলো পেয়ে অনেক খুশি। কাঁথা আমি নিজে আঁকি এবং সেলাই তাই যে ভাবে বলে সেই ভাবে আঁকার চেষ্টা করি।যিনি কাঁথা গুলো নিচে উনিও বিজনেস করার জন্য নিচে আলহামদুলিল্লাহ উনারও ভালো সেল হচ্ছে। আবার অর্ডার করবে যখন লাগবে।

💢আমরা অনেক উদ্যোক্তা আছি প্রোডাক্টের কোয়ালিটির কথা ভাবি না। ফলে মানুষ আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ঠকে।নেক্সট বার তো আসেই না। আরও অন্য জায়গায় গিয়ে বদনাম করে।তাই আমাদের উদ্যোক্তা দের সবার আগে প্রোডাক্টের কোয়ালিটির কথা ভাবতে হবে।

💢কেনো মানুষ আমার থেকে নিবে অন্যের থেকে না নিয়ে / কেনো আমার থেকে নিচ্ছে না অন্যদের থেকে নিচ্চে। এসব পয়েন্ট গুলো বের করতে হবে এবং নিজের সাথে এসব বিষয়ে কথা বলতে হবে। তাহলে আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না।

💢শুধু নিজের লাভের কথা ভেবে বিজনেস নয়, কাস্টমারের লাভের কথাও ভাবতে হবে।রিপিট কাস্টমার বাড়াতে হবে।

পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং ১৬ তম ব্যাচের সদস্যদের #অভিনন্দন জানিয়ে আজকের জন্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা সব নিয়ম মেয়ে চলব। প্রিয় স্যার বলেন,,

#নিয়ম_মানাও_সৌন্দর্য

বিঃদ্রঃ পণ্যের  ডিজাইন ও সাইজের উপর দাম নির্ভর করে



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৬২

Date:- ০২/১১/২০২১ইং

👩‍🎓আমি তাহামিনা আক্তার 

🏅কমিউনিটি ভলেন্টিয়ার

🎗️ব্যাচঃ১৪ 

✍️রেজিষ্ট্রেশনঃ৬৬৩৯৩ 

🇧🇩জেলাঃ লক্ষ্মীপুর

🏡বর্তমান অবস্থানঃ নোয়াখালী 

🎨কাজ করছিঃ বেবি কাঁথা নিয়ে 

🎀পেইজঃhttps://www.facebook.com/অনলাইন-বেবি-কাঁথা-হাউজ-110173391120586/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।