See More Post

গল্পের_নাম_বাবা

আসসালামু আলাইকুম।

                    #গল্পের_নাম_বাবা

প্রতি টি  দিন বিশেষ দিন আমাদের  জন্য
জুম্মা মোবারক প্রিয় ভাই এবং বোন সবাইকে,
আশা করছি আপনার যদি খুব বেশি ব্যস্ততা  না থাকে তাহলে একটু সময় নিয়ে আমার লেখাটি পড়ে আশার অনুরোধ রইলো, বাবা আমাদের জীবনের সকলের জন্যই অনুপ্রেরণা এবং ভালো বাসা।

আমাদের মাথার ওপরের  বটবৃক্ষ #বাবা আমাদের জীবনের  বিশেষ একজন ব্যক্তি, যার #বাবা নেই সে বুঝে #বাবা  তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর সকল #বাবার প্রতি আমার অগাধ সালাম শ্রদ্ধা সকল #বাবাকে  মহান আল্লাহতালা সুস্থ রাখুক, আমিন।

আমাদের এই সুবিশাল পরিবার এবং ফাউন্ডেশনে হাজারো পোস্ট হয়, জানিনা আজকে আমার এই পোস্ট কতজনই বা পড়বে কতজনই বা কমেন্ট মন্তব্য করবে, কিন্তু আমি একটু লিখব প্রিয় #বাবা  কে নিয়ে

আমি শুকরিয়া আদায় করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ এবং নিরাপদ রেখেছেন, আর এই যে লিখতে পারতেছি সাহস করে এর যে অনুপ্রেরণা দিয়েছেন। আমাদের সকলের প্রিয় মেন্টর শ্রদ্ধেয় ইকবাল বাহার জাহিদ স্যার,  আমি স্যার আপনার প্রতি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।

#বাবা নেই কিন্তু আছে তার স্মৃতি মায়া ভালবাসা

আজ থেকে ২০ বছর আগে  ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি।
২০বছর আগে ০৯ বছরের ছোট্ট মেয়েটা ঘুমিয়ে ছিলো।খুব সকালে  তার ঘুম ভেঙে যায়।এতো সকালে  কোনোদিন ও তার ঘুম ভাঙেনি।কারণ সে সময় তার বয়স ছিল খুবই অল্প প্রতিদিন সাতটা আটটার সময় ঘুম থেকে উঠতো কিন্তু ঐ দিন হঠাৎ করেই অনেক সকালে ঘুম ভেঙ্গে যায়,  সেদিন ভোরে তার ঘুম ভেঙেছিলো কান্নার আওয়াজে। প্রতি দিন সকালবেলা ঘুম থেকে ওঠার সময় #বাবা ডাক দিয়ে ঘুম ভাঙ্গিয়ে দিত এবং #বাবার সাথে ঘুম থেকে উঠে অনেক মজা করা হতো চোখ মেলে যে সবসময় তার বাবাকে দেখতো।কিন্তু ঐদিন কেমন জানি মনটা ভীষণ ভারী হয়েছিল, মিয়েটি দেখতে ছিল বাসাতে অনেক মানুষ  হাউ মাউ করে কান্না করতেছে, কিন্তু সঠিক বুঝতেছিলো না আসলে কি হয়েছে।

সে ভালো করে  দু একজনের কাছে জিজ্ঞেস করে এবং একজন এর কাছে  শোনে তার বাবা আর নেই
এই পৃথিবীতে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তার বাবা চলে গেছেন  মহান আল্লাহ তাআলার কাছে।

আর কখনও তার বাবা তাকে ঘুম থেকে ডেকে উঠাবেনা।সবাই তাকে দেখছে আর কাঁদছে, কিন্তু মৃত্যু বাবা মরে যাওয়া এ সম্পর্কে মেয়েটার কোনো ধারণায় নেই।কারণ সে সময় ভালোভাবে মেয়েটির মাথার ভেতরে অইসব কিছু ছিল না।যে  মৃত ব্যক্তি কখনো ফিরে আসে না এমন কোন জ্ঞান-বুদ্ধি তখনও সেই মেয়েটির মাথায় ছিল না।

মেয়েটি সবার দিকে ফ্যালফেলিয়ে তাকিয়ে আছে।
প্রতিদিন তার বাবা তাকে জোর করে খাবার খাওয়াইত  অন্য দিনের মিতো ঐদিন সেম ভাবে রাতে তার #বাবা তাকে নিজ হাত খাইয়ে দিয়েছিলো তারপর সে তার দাদির সাথে ঘুমিয়েছিল তার #বাবা তার
জন্য একটি খেলার পুতুল কিনতে গিয়েছিল।
মেয়েটার মাথায় মায়ের বলা এই কথাটায় ঘুরছে। কিন্তু কেউ তার উত্তর দিচ্ছে না। সবাই শুধু কাঁদছে।

তার বাবা ঘুমিয়েছিলো।এ ঘুম যে আর ভাঙবে না এটা মেয়ে টা মানতে নারাজ। সে বাবার সাথে কত গল্প করলো।কিন্তু বাবা কোনো উত্তর দিলো না।বাড়িভর্তি অনেক লোকজন সবাই মেয়েটাকে দেখে আফসোস করতে লাগলো। মেয়েটির বাবা তার জন্য  পুতুলনিয়ে এসেছিলো ঠিকই কিন্তু সে কেনো ঘুমাচ্ছে?  কেনো সে উঠে আদর করছে না তার মেয়েকে?

এতো এতো প্রশ্নের উত্তরে তার আত্মীয় স্বজনরা তাকে বলেছিলো তার বাবা এখন চাঁদের দেশে যাবে।তাই সে ঘুমাচ্ছে। কিছু দিন পর আবার ফিরে আসবে।

তার বাবা আজও ফেরেনি,গল্প ও শোনা হয়নি।

মেয়েটি আজ ৩০ বছরের। আজ সে জানে মৃত্যুর মানে, আজ সে জানে তার বাবা কখনও ফিরবে না।
তারপর ও কত কত গল্প করতে ইচ্ছে করে, দূঃখ পেলে ছুটে গিয়ে বাবার সাথে নিজের আনন্দ, দূঃখ সবকিছু  শোনাতে ইচ্ছে করে তার।
কিন্তু................................

বাবার মৃত্যুর পর তার  মা আত্মীয় স্বজনরা তাকে আগলে রেখেছিলো।সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে তাকে ভালো রাখার। তাদের সবার প্রতি সে কৃতজ্ঞ।

তবে সে ভিতরে ভিতরে নিজেকে তৈরি করেছে একজন  মানসিক শক্তির অধিকারী।সকল পরিস্থিতিতে সে নিজেকে মানিয়ে নিতে পারে খুব সহজে।

তাইতো কোনো বাধা তাকে আটকে রাখতে পারেনি।সে এখন একজন উদ্যোক্তা।বাবার মেয়ে, স্বামীর স্ত্রী কিংবা ছেলের মা হিসেবে নয় সে বাঁচতে চায় নিজের পরিচয় নিয়ে। আর এই মেয়েটি হচ্ছে আমি আপ্নাদের প্রিয়  মিলি জামান,জামালপুর এর মেয়ে।

আর আমাকে  এই চলার পথে তাকে  সাহস দিয়েছেন
নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন
প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স‍্যার এবং এই ফাউন্ডেশনের প্রিয় ভাই ও বোনেরা।
এই ফাউন্ডেশনের লাখ লাখ উদ্যোক্তার জীবনের গল্প পড়ে নিজেও লেখার সাহস ওঅনুপ্রেরণা পেয়েছি।হতাশার চাদর সরিয়ে এগিয়ে চলার সাহস যোগিয়েছে প্রিয় স‍্যার  এর প্রতিটা সেশন।

আমাকে প্রতিনিয়ত আগলে রেখেছেন এই ফাউন্ডেশনের লাখ লাখ ভাই ও বোন।
এমন অনেক অনেক ভাইয়া আপুদের অনুপ্রেরণায় আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ আরও এগিয়ে যেতে পারি।
  
অনুপেরনায় প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার শ্রদ্ধা,  ও দোয়া রইলো স্যার।আপনার
জন্য সারাজীবন দোয়া করলেও আমি এই ঋণশোধ করতে পারবোনা।আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।

আজ এই পযর্ন্তই, আবার অন্য কোনদিন লিখব জীবনের অন্য কোন অংশ নিয়ে।

"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৯০
Date:- ০৬/০৮/২০২১

💎আমি মিলি জামান
💎কমিউনিটি ভলান্টিয়ার
💎রেজিষ্ট্রেশন নং ৫৯২১৮
💎ব্যাচ ১৩
💎জেলা জামালপুর
💎 কাজ করছি পোশাক আইটেম ও হোমমেড ফুড ও হলুদ মরিচ ধনিয়ার গুড়া  নিয়ে।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।