See More Post

আজ ৮ মার্চ নারী দিবস....এই নারী দিবসে শুধু একজনকেই মনে পড়ছে "মা"।

আজ ৮ মার্চ নারী দিবস....এই নারী দিবসে শুধু একজনকেই মনে পড়ছে  "মা"। যে মা না থাকলে কোন অস্তিত্ব থাকতো না থাকতো না কোন সপ্ন, খুব মনে পড়ছে মা তোমাকে! যান্ত্রিকতার এ ব্যাস্ত শহরে ছুটে চলা চাইলেও অনেক সময় কথা বলা হয়ে ওঠেনা মা আজ ভীষণ মনে পড়ছে তোমায়... 

আমার সপ্ন দারুন একটা রেঁস্তোরা দেয়া ও একজন সফল নারী উদ্যোক্তা হওয়া তাই বর্তমানে কাজ করছি কিচেন ও মেয়েদের বিভিন্ন প্রোডাক্ট যেমন হ্যান্ডব্যাগ, পার্স, জুয়েলারী, শাড়ীি, কস্মেটিক্স সহ বিভিন্ন আইটেম।

এই প্ল্যাটফর্মে যোগদান ছিল আমার জীবনের সব চাইতে উত্তম সিদ্ধান্ত যা আমকে আমার ভেতর থেকে এক নতুন আমিকে বের  করে নিয়ে এসেছে - আজ আমি সবার সামনে নির্ভয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি অন্যকে পথ দেখাতে পারি। আমি সাহসী, উদ্যমী, পরিশ্রমী - আমিই একজন নারী।

এই প্ল্যাটফর্ম নিয়ে আমার প্রত্যাশা দেশের একটি বেকার ও যেন না থাকা সেই উদ্দ্যশে একজন ভলান্টিয়ার হয়ে সর্বদা কাজ করে যাওয়া।

৯০ দিনের কোর্স আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছে যার নিদর্শন আমার আজকের লেখা...আজ আমি আত্মবিশ্বাসী নারী আমি বিশ্বাস করি আমি পারি।

আমার এ পথচলা আপনাদের সাথেই আশা করি পাশে থাকবেন...সবাইকে আমার পেজ Abirα's এর পক্ষ থেকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ♥️ 


SOD No: 158

Date: 0.03.2020


https://www.facebook.com/sparklingabiras/

Asha Sporshomoni

2nd batch

Reg no: 391


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।