See More Post

আমার লালিত স্বপ্ন হলো একজন সফল নারী উদ্যোক্তা ও ভালো মানুষ হয়ে দেশ এর জন্য কিছু করার

আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। আজকের দিনে প্রানের প্লাটফর্ম এর সকল নারীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। 

আমি সাদিয়া আফরিন পুস্প, আজকের এই দিনে জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের নির্দেশে আমার নিজের স্বপ্ন আর এই প্লাটফর্ম এ যোগদানের গল্প,এই প্লাটফর্ম নিয়ে আমার স্বপ্ন ও ৯০ দিনের কোর্স আমার জীবনে কি কি পরিবর্তন আনলো তা বলতে চাই। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ও মনোযোগ দিয়ে পড়বেন।


১। আপনার স্বপ্ন- 

আমার লালিত স্বপ্ন হলো একজন সফল নারী উদ্যোক্তা  ও ভালো মানুষ হয়ে দেশ এর জন্য কিছু করার। বর্তমানে আমি মেয়েদের পোশাক নিয়ে কাজ করছি। আমার অনলাইন পেইজ এর মাধ্যমে।


২। আপনার এই প্লাটফর্মে যোগদানের গল্প - 

গল্পটা অনেক দিন আগের। জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে আমি এই প্লাটফর্ম এর জন্মের ও আরো আগে থেকে চিনি। যাকে নিয়ে এতদিন পোস্ট করতাম,যে কিনা আমার লাইফ এর অনেক চিন্তা,ভাবনা বদলে দেয়ার জন্য দায়ি।যাকে  মেন্টর মেনে নিজেকে একটা জায়গায় স্থির করলাম "নারী উদ্যোক্তা হিসেবেই নিজেকে পরিচয় করাবো পুরো বাংলাদেশ  তথা পুরো বিশ্বে।যে মানুষটাকে না চিনেই তার কোম্পানির উপর রাতের ঘুম হারাম করে প্রি-মেজর এ দুই দুইটা রিপোর্ট করি দুইটা কোর্স এ। ভার্সিটির প্রেজেন্টেশন এ হাইস্ট মার্ক ও পাই স্যারের কোম্পানির উপর ( অপ্টিমেক্স কমিউনিকেশন) 

সেই মানুষটা আমি প্রথম দেখে অবাক হই ভার্সিটির সেমিনার এ। আমি স্যার কে দেখে সেমিনার এ কেমন অদ্ভুত অনুভুতি হচ্ছিলো যার কোম্পানি নিয়ে এত রিসার্চ করলাম আজ সেই মানুষ টা আমার সামনে।খুব বলতে ইচ্ছে করছিলো জানেন স্যার আপনার কোম্পানির উপর আমি দুই দুটো রিপোর্ট করেছি। ( তখনো আমি জানতাম না নিজের বলার মত গল্প গ্রুপ এর কথা) 


একদিনের সেই সেমিনার এ স্যার এর বক্তৃতা প্রতিটি স্টুডেন্ট এর মনে গেঁথে যায়। স্যার এর কি যেনো ব্যাস্ততার কারনে অনুষ্ঠান শেষ হবার আগেই বক্তৃতা শেষ করেই খুব দ্রুত বের হয়ে যাচ্ছিলো তখন সেই রিপোর্ট করার ঘুমবিহীম রাতের কথা মনে করে আমি আসন ছেড়ে খুব সহস করে উঠে দাড়িয়ে স্যার কে পেছন থেকে ডেকে বলেছিলাম " Sir sir can i take a photo with you?" সেদিন আমিই একমাত্র স্টুডেন্ট ছিলাম যে কিনা স্যারের সাথে ছবি উঠাতে পেরেছিলাম। সেই মানুষ টা আমি সাদিয়া আফরিন পুস্প আজ এই গ্রুপ এর ৮ম ব্যাচ এর একজন গর্বিত সদস্য। 

স্যার ও ব্যস্ততার সুরে বল্লো sure sure. খুব দ্রুত একটা ক্লিক করলাম।আর এত ভালোলাগছিলো যার কোম্পানির উপর রাত জেগে রিপোর্ট করলাম আজ সেই মানুষটার সাথে আমি ছবি তুলতে পারলাম। কোনোদিন যদি সুযোগ হয় এইটা আমি স্যার কে বলতে চায়। সেই সেমিনার এ স্যার এই প্লাটফর্ম এর কথা জানায়।এর পর আমি স্যারের তরুনদের নিয়ে এই "নিজের বলার মত গল্প" প্লাটফর্ম এ যুক্ত হয়ে যায়। স্যারের প্রতিটি সেশান নিজের মধ্যে ধারন করে কাজ করতে থাকি।

আজকে আমি আমার এই সব না বলা কথা সবকিছু গ্রুপ এ শেয়ার করেই দিলাম।সেই সেমিনার এর দিন থেকে স্যারকে আমি আরও বেশি ফোলো করতাম। আমার ইন্সপাইরেশন এর অনেক বড় জায়গা জুড়ে এই মানুষটা রয়েছে।

আজ আমি অনেক খুশি।


৩। এই প্লাটফর্ম নিয়ে আপনাদের প্রত্যাশা - এই প্লাটফর্ম থেকে আমার প্রত্যাশা আলাদা করে আর কি বলবো। এমনিতেই মনে হচ্ছে যা না তার চেয়েও বেশি সম্মান পাচ্ছি সারা বাংলাদেশ ও বাংলাদেশ এর বাইরে অবস্থান করছে অনেক অনেক ভাই ও বোনদের থেকে। এর থেকে বড় চাওয়া বা পাওয়া আর কি হতে পারে। তবে স্যারে যেহেতু স্পেসিফিক করে জানতেই চেয়েছেন শুধু এই টুকুই বলতে চায় স্যার এই গ্রুপ এ আমার মত ছোট ছোট অনেক নারী উদ্যোক্তা আছে তাদের নিয়ে আলাদা করে যদি কিছু করা যায় চিন্তা করবেন। 


৪। ৯০ দিনের কোর্সে আপনার জীবনে কি কি পরিবর্তন এলো? 

আলহামদুলিল্লাহ স্যার এই ৯০ দিনে কিভাবে নিজের অগোছালো বিজনেসটা একটা ধারাবাহিকতায় ফেলে ঘুচিয়ে করবো আমি পার্সোনালী এই স্কিল টা ডেভলাপ করেছি।

এছাড়া নিজের ব্যাক্তিত্বের কিছু পরিবর্তন যেমন পজিটিভ থেকে অনেক সিচুয়েশন মোকাবেলা করা থেকে নিজেকে খুশি রাখার সবকিছুর শিহ্মা আমি পেয়েছি যা আমি কাজে লাগাচ্ছি।

৫। সেল পোস্ট-

আমি ৯০ দিনের সেশান শেষ করার আরও অনেক দিন পর আমার বিজনেস টা সবার সাথে পরিচয় করিয়ে দেই। কিন্তু বিজনেস পরিচয় করানোর আগেই ৯০ দিনের কোর্স এর ভিডিও সেশান এ আমি অনেক এর মনে জায়গা করে নেই, এত এত ভালোবাসা দিয়েছে ওই গ্রুপ এর সবাই আমাকে। আমি তাতেই অনেক সন্তুষ্ট ছিলাম। তারপর যখন প্রথম সেল পোস্ট দিলাম মাশাল্লাহ স্পেশিয়ালি প্রবাশী ভাইরা আমার সেল পোস্ট এ অনেক সাড়া দিয়েছে। সবচেয়ে ভালোলাগে বলা মাত্রই ভাইরা আমাকে বিকাশ করে দেই।আর আমি খুব আরামে ডেলিভারি দিয়ে দেই। 


সব মিলিয়ে একটা কথায় বলতে চায়, গ্রুপ টা বাংলাদেশের একটা যোগ্য ব্যাক্তির হাতে গড়ে তোলা যোগ্য প্লাটফর্ম আমাদের সবার জন্য শুধু বিসনেস এর জন্য নই,সম্মান,নীতিবোধ ও ভালোমানুষ হওয়ার চর্চার জন্য।


SOD No: 158

Date: 08.03.2020


সাদিয়া আফরিন পুস্প 

ব্রাহ্মনবাড়িয়া 

ওয়ারীজোন, ঢাকা

৮ম ব্যাচ,৪৪৩৫

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।