আসসালামু আলাইকুম।।।
এক খন্ড জীবন--
" নিজের বলার মত একটা গল্প গ্রুপ"
♥♥সবাইকে পবিত্র জুমার দিনের জুমা মোবারক আর শুভেচ্ছা।।।♥♥
♦♦ত্রিশোর্ধ বয়সে পা রেখে জীবনের হয় তো বা অর্ধাংশ কিংবা দুই তৃতিয়াংশ অথবা অধিকাংশ সময় পার করে অন্তিম প্রান্তে ( আল্লাহই ভালো জানেন) এসে দাড়িয়েছি।
কথা টা এভাবে বললাম কেন তা বুঝতে পারবেন প্রীয় ভাই ও বোনেরা।
প্রায় ১ যুগের মত সময় ধরে ফেইচবুক ইউজ করে আসছি,, এর কল্যান বা অকল্যান সমান ভাবে বিচার করে আসছি। কখনও মনে হয়েছে Facebook অনেক খারাপ। আবার কখন ও মনে হতো অত টা খারাপ না।
কত পেইজ এ যুক্ত হয়েছিলাম আর লিভ নিলাম হিসেব নেই। ভাল মন্দের অনেক পেইজ এ যুক্ত ছিলাম আছিও আজ অব্দি।
দেশ ছেড়ে প্রবাসে দীর্ঘ ৫-৬ বছরে ও নিজের ডেইলি কার্যক্রম একই সিলেবাসে অপরিবর্তিত।ডিউটি, খানা, নামায, আর আপন জনের সাথে হায় হ্যালো, আর ফেইচবুকিং ইত্যাদি বাকী কিছু মানুষের মত। ভাবা হয় নি কখনো- আমি শুধু আমার জন্যে নয়, আমি আরো অনেকের জন্যে। আমি শুধু পরের অধীনে চাকরি করব বলে জন্ম নেয় নি, আমিও চাকরি দিব- এমন কিছু ভাবার টাইম কিংবা সুযোগ অথবা ধ্যান ধারনা কখনও আসেনি, আসতো না।♦♦
কিন্তু
♥"নিজের বলার মত একটা গল্প"♥
নামের এই প্ল্যাটফর্ম এর উদ্ভাবক - আমার মত এমন হাজারো উদাসীমনা এবং লক্ষ লক্ষ হতাশাগ্রস্ত যুবকের মস্তিস্কে সুচিন্তা আর আশার আলোর প্রদীপ হাতে নিয়ে বাংলার বুকে জন্ম নেয়া সেই সুপার হিরো সুপার থিনকার জনাব ইকবাল বাহার জাহিদ স্যার
এর কথা আর শেসন গুলোর মাঝে নিজেকে লাগিয়ে দিয়ে আজ অনেক ভাবনার ওলট পালট হচ্ছে। আলহামদুলিল্লাহ।
নিজের বলার মত একটা গল্প গ্রুপে নেই কোন নেগেটিভিটি। আছে ভাল কথা আর ভাল কাজের ছড়াছড়ি। আছে শুধু পজিটিভিটি।
আজকে ফেইচবুকের কল্যান বুঝি খুব ভাল ভাবে। সাথে সাথে জীবনের অনেক অজানা কে জানছি। অনেক অনুভুতি আজ উপলদ্ধিতে ধরা দেয়। স্বপ্নের বেড়াজালে নিজেকে বার বার হরেক রকমে সাজায়।সাজায় নিজের চিন্তা ভাবনা কে।। ভাল মানুষ হওয়ার যে চমৎকার প্রশিক্ষন পেয়ে থাকছি তা নিয়ে রংগিন করে আবার ভাবছি সামনের আগত দিন গুলো নিয়ে। তাই বার বার মন থেকে ধন্যবাদ আর অপরিমেয় ভালবাসা তাঁর ই ( জনাব ইকবাল বাহার জাহিদ স্যার) জন্যে।
আমি অধমের নামের সাথে উনার একটা নামের মিল আছে বলে মাঝে মাঝে আবেগে ও গর্ব বোধ করি আবার নিজে নিজেই সেটা উপলদ্ধি করি। যদিও নামের মিলে তো আর অনেক কিছু হওয়া যায় না।
প্রীয় ভাই বন্ধু রা সবাই অবগত আছেন যে আজ পুরা বিশ্বে কভিড ১৯ নামে করোনা ভাইরাস এ আতংক পুরা বিশ্ব বাসী। কে কখন কিভানে সংক্রমিত হই কেউ জানিনা, আল্লাহ যেন আমাদের কে মুক্ত রাখেন (আমিন)।
সংক্রমিত হলে বাচোবো কি মরবো তাও জানিনা। কেউ আমরা নিরাপদ নয়। তবে সবাই আমরা সাবধান ইন শা আল্লাহ।
এই চিন্তা থেকেই আসলে বলেছিলাম জানিনা জীবনের কোন প্রান্তে এসে দাড়িয়েছি।
প্রীয় ভাই ও বোনেরা সবাই আমরা একে অপরের জন্যে দোয়া করব। একাল ও কাল দুই কালের জন্যে ইন শা আল্লাহ।
সবাই ভাল থাকুক,সবাইকে আল্লাহ ভাল রাখুন দোয়া থাকল।
প্রীয় স্যার ও স্যারের সব আপন জন সহ গ্রুপের সব ভাই বোন্ দের জন্যে ও তাদের আপন জন দের জন্যে দোয়া দিয়ে শেষ করছি লিখনী।
♠♠আল্লাহ হাফিজ♠♠
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৬
২৭-০৩-২০২০
ইকবাল বিন মোজাম্মেল
👨🎓 ৯ম ব্যাচ
🖋️রেজি.নং: ৮৬৭৩
🇧🇩 জেলা:চট্রগ্রাম
💉ব্লাড-গ্রুপ B+
🇶🇦 রেমিট্যান্স যুদ্ধা-কাতার প্রবাসী
📱+974 66165142
📧 iqbaljhq@yahoo.com
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।