আসসালামু আলাইকুম
যদি আমাকে কেউ প্রশ্ন করেন আপনি ইন্টারনেট এর সঠিক ব্যবহার কখন থেকে শুরু করেছেন??
আমি এক কথায় বলবো নিজের বলার মতো একটা গল্প সৃষ্টি হওয়ার পর থেকে। বাংলাদেশে ৬৪ জেলার ১৬৪ জন কে নিয়ে যখন শুরু হয় এই গ্রুপ তখন আমার সৌভাগ্য হয়েছে এই গ্রুপ যুক্ত হওয়া। স্যার শুধু বলেন জীবনে সততার,নেটওয়ার্ক,ভালো মানুষ,লেগে থাকার, বিকল্প কিছু নেই আমার এই কথাটা বেশি মনে ধরেছে।
প্রশ্ন করতে পারেন এই গ্রুপ আমি ১ম ব্যাচ থেকে এখন পর্যন্ত কি কি পেয়েছি :--
১ নিজে তুলে ধরেছি ৬৪ জেলায়।
২ একজাঁক ভালোমানুষ নেটওয়ার্ক পেয়েছি।
৩ পরিশ্রম করতে শিখেছি।
৪ নিজের একটা প্রতিষ্ঠান চালু করেছি তাও আবার এই গ্রুপ থেকে নিয়ে। বাংলাদেশের সব চাইতে বড় অনলাই
কনস্ট্রাকশন মার্কেট nirmankari.com নামে প্রতিষ্ঠান।
৫ চাঁদপুর জেলার সন্তান হিসাবে নিজের জেলায় অনেক বড় নেটওয়ার্ক পেয়েছি।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭
২৮-০৩-২০২০
ধন্যবাদ স্যার
মোঃ মাকছুদুর রহমান
প্রথম ব্যাচ -চাঁদপুর
কোর ভলান্টিয়ার
রেজিস্ট্রেশন ৮৭৩
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।