See More Post

এভাবে অনেক দিন চলে যায়। হঠাত আমার প্রিয়

আমি যখন 

SSC পরিক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে আসলাম। তখন পচন্ড রোদের কারনে পাশেই একটি দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি একটা পোষ্টারে কিচু মানুষের ছবি সহ লেখা ছিলো Think out of the box.সাল তখন ২০১৬। ছবি ছিলো প্রিয় স্যার, সোলয়মান সুখন, আয়মান সাদিক। 

তখন আমার খুবি ইচ্ছে করলো বিষয় টা একটু জানার জন্য। তখন আমি ইউটিউব এ সার্স করি থিঙ্ক আউট অব দ্যা বক্স ?  সেখানে স্যারের কথা গুলো আমার ভিতরে গিয়ে আঘাত করে। মটিভাইট করলো আমাকে সকলের বক্তব্য গুলো। বলেরাখি আমি তখন মোটিভেশান ট্রেনিং গুলো করতাম এবং অনলাইনে দেখতাম প্রযোজনে টিকেট কেটে শুনতাম।

এভাবে অনেক দিন চলে যায়। হঠাত আমার প্রিয় ভাই Md Fazlay Hossain ripon (বর্তমান কোরভলেন্টিয়ার) (নিজের বলার মত একটা গল্প)এ গ্রুপে ইনভাট করে তখন গ্রুপে ডুকে প্রিয় স্যারকে দেখে সাথে সাথে জয়েন করি। ভাইয়ের কারনেই আজ আমি লক্ষ্মীপুর জেলা এম্বাসাডর হিসেবে নির্বাচিত হই।

তখন দেখি ২য় ব্যাচ চলছে তখন রিপন ভাইয়ের  কাছথেকে গ্রুপ সম্পর্কে অবগত হোই।

এ ছিলো আমার গ্রুফে আসা।

Alhamdulillah এ গ্রুপ আমাকে কি দিয়েছে সত্তিই তা  বলে শেষ করা যাবে না। কৃতজ্ঞতা গাপন করছি সকলের প্রিয় মানুষ সকলের মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমের করনে আজ আমি আমার অনুভূতি শেয়ার করতে পারছি।

এ গ্রুপ থেকে প্রশিক্ষন গ্রহন করে আমার বদলে যাওয়া কিচু কথা আজ শেয়ার করবো।

১ এখন আইতিবাচক ভাবনা ভাবি।

২ এখন আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি একজন ভালো মানুষ। 

৩ আত্মবিশ্বাসী হতে পেরেছি। 

৪ সামাজিক সকল কাজে নিজেকে নিয়োজিত রাখতে শিখেছি। 

৫ সবাইকে ভালোবাসতে শিখেছি। 

৬ রাস্তা থেকে কষ্ট দায়ক বস্তু সরিয়ে ফেলা। 

৭ সফল উদ্যোক্তা হওয়ার কৌশল শিখেছি। 

৮ নিজেকে যে সময় দিতে হয় তাও শিখেছি। 

৯ আরো শিখেছি কাজের জন্য নির্ধারিত কোন সময় নয়।

১০ কথা দিয়ে কথা রাখা

১১ সমস্যা দেখে ভয় না পাওয়া।

১২ দায়িত্ব নিতে শিখেছি। 

১৩ নিজেকে বিশ্বাস করতে শিখেছি।


এখন বলতে শিখেছি!! 

১ চাকুরী করবো না চাকুরী দিবো।

২ জীবনে বলার মত একটা গল্প থাকা দরকার। 

৩ সপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে থাকুন সাফল্য আসবেই।

৪ অন্ততো ৫ বছর ৯-৫ টা ভুলে যাওয়া। 

৫ সফল হতে ৪'স '

৬ সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট।

৭ সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময় সব ঠিক করে দিবে। 

৮ সমস্যা দেখে ভয় না পাওয়া

এবং তা থেকে বেরিয়ে আসবে নতুন কোন সম্ভাবনা। 

ধন্যবাদ সবাইকে। 


স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৭

২৯-০৩-২০২০ 


Yeasin Arafat Rahim 

District Ambassador 

nijer bolar moto akta golpo

 Laksmipur 

3rd batch 

Re.984

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।