💜অভিনন্দন নিজের বলার মত একটা গল্প প্লাটফর্ম ১০০,০০০ পরিবারের সদস্যদের 🎬
প্রথমেই জানাই সবাইকে নমস্কার ও আদাব এবং অবিরাম ভালবাসা ও অভিনন্দন আমাদের প্রাণ প্রিয় শ্রদ্ধেয় জনাব ইকবাল বাহার জাহিদ স্যার প্রতি। আপনাদের সবার প্রতি রইলো অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা এন আর বি কাতার প্রবাসীদের পক্ষ হতে।
আমরা স্যার কাছে চির কৃতজ্ঞ এত সুন্দর ভালোমানুষের একটা গ্রুপ ও সাজানো প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য। স্যার আমাদের জীবন চলার পথে অনেক বড় অনুপ্রেরণা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। স্যার আমার কাছে একজন মহৎ শিক্ষক এবং তারি সাথে আমার জীবন চলার পথ বদলে দেওয়ার দিক নিদের্শনার কম্পাস। ১০০,০০০ পরিবারের আমি একজন গর্বিত ছাএ, সদস্য ও ভলেন্টিয়ার হতে পেরে অনেক আনন্দিত। সৃষ্টিকর্তা কাছে প্রার্থণা করি স্যার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। স্যার আমাদের সবার জন্য দোয়া করবেন এই ভাবে আমরা ভালকিছু অর্জন করতে পারি এবং সমাজের জন্য ভালো কাজ করতে পারি।
👍🏻ভালো কিছু পেতে হলে নিজর বলার মত একটা গল্প প্লাটফর্ম ও গ্রুপের অনেক গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় স্যার এই প্লাটফর্মে অনুপ্রেরণা দিয়েছেন লক্ষ তরুণ তরুণী নিজের বলার মত একটা গল্প বুনার স্বপ্ন ও ভালো মানুষ তৈরীর প্রচেষ্টা সর্বসময় করছেন এবং সর্বগত ভাবে সবার জন্য শিক্ষা প্রদান করছেন। আমি লেগে আছি ও লেগে থাকব আজীবন স্যার ছাএ হয়ে।
🙏🏻স্যার কাছে আমি চিরকৃতজ্ঞ ও ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার আমাকে অনেক মূল্যবান সময় দেওয়ার জন্য।
📚স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি ভাবে সমাজের মানুষের জন্য মানবিক কাজ করতে হয়। স্যারর শিক্ষা দিয়েছেন একজন ভালো মানুষ সবার আগে হতে হবে।
📖স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভালো উদ্যোগতা ও বিজনেস শুর করতে কি টুলস প্রয়োজনীয়। স্যার শিক্ষা দিয়েছেন কি ভাবে মাল্টিসেক্টর ভালো কার্যক্রম করা যায়।
🤝🏻স্যার আমাদের শিক্ষা দিয়েছেন সবার সাথে কমিটমেন্ট ঠীক রাখা এবং সময়ের কাজ সময়তে করা প্রয়োজনীয়তা।
🥰শত ব্যস্ততম মাঝে প্রাণ প্রিয় প্লাটফর্মের ভালো মানুষদের সাথে মিটাআপ করতে পেরে আমি অনেক আনন্দিত এবং তাদের সবার প্রতি অনেক ভালবাসা 💜💜💜💜💜💜💜
👍🏻সবাই অনেক আন্তরিক ও ভালোমানুষ এবং পজিটিভ চিন্তাধার মানুষ নিজের বলার মত গল্প প্লাটফর্মে। প্রাণ প্রিয় পরিবার পরিজনকে জানাই অনেক ধন্যবাদ সবাইকে।
🤝🏻স্যার শিক্ষা দিয়েছেন জীবনে একা বড় হয়েই উঠা সুখ নাই, সবাইকে নিয়ে মিলেমিশে বড় হয়ই উঠার মাঝে অনেক আনন্দময়। আপনার জীবনী গল্প সবার মাঝে বেঁচে থাকবে 🌴
🥰স্যার আমাদের শিক্ষা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক মূল্যবান সময় টুক প্রতিদিন নিরলস ভাবে বিনা ছুটিতে টানা ৯০ দিন করে সেশন গুলির কার্যক্রম করে গেছেন। আমার জানা মতে কোনো বিদ্যালয় এই রকম নিরলস ভাবে একটানা প্রতিদিন কেউ সেশন করতে পারে নাই।
👍🏻স্যার সর্বসময় বলে আমাদের আগে সবাইকে একজন ভালোমানুষ হতে হবে এবং সমাজের ও দেশের জন্য ভালো কাজ করতে হবে।
স্বপ্ন দেখুন
সাহস করুন
শুরু করুন
এবং লেগে থাকুন
সাফল্য আসবেই।
😃প্রতিটি মিটাআপ আমাদের ভিতরে অনুপ্রেরণা তৈরী করেছে। মিটাআপে অংশগ্রহণ করতে পেরে অনেক কিছু শিখতে পেরেছি এবং মেলবন্ধন ও বন্ধুত্বপূর্ণ নেটওয়ার্কিং তৈরী হয়েছে সবার সাথে। কোনো ধরনের হজুহাত আমাদেরকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে বাধা সৃষ্টি করতে পারবে না।
🥰আসুন দেরি না করে শুরু করা যাক সরন্মীয় মধুময় কিছু সময় সবার সাথে 🎬
💜সর্বশেষ কথা আমার জীবনে সরন্মীয় একটা অভিগতা এবং চমৎকার অসাধারণ সুন্দর মিটাআপ স্যার সাথে। দেশে অল্প সময় সবার সাথে মেলবন্ধন মূহর্ত☺
আমার লেখার মাঝে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংশোধনের সুযোগ করে দিবেন। অনেক ধন্যবাদ সবাইকে ও শুভ কামনা রইল।
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৮
২৯-০৩-২০২০
সুমন-২য় ব্যাচ
কোর ভলেন্টিয়ার
জেলা-ঢাকা
কাতার প্রবাসী
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।