🩸 রুপনগর আমার মামির বাসা , মামির ২ মেয়ে আমেরিকা থাকে ৩ ছেলে দেশেই থাকে, মামির লেখা পড়া তেমন নাই কিন্তু ঢাকা শহরে অনেক দিন থাকে ত ঢাকা শহর হাতের তলা সব কিছুই চিনে জানে চালাক।
🩸মামি ঃ এক দিন হটাৎ মামির বাসায় গেছি, ত বসে বসে ফোন টিপ তাছি মামি অনেক ক্ষন লক্ষ করার পর এসে বলতাছে ফোনে এত এত কি করতাছ যখন থেকে আসছ ত ফোন টিপা টিপি করতাছি এত কি কর প্রেম টেম কর নাকি,
🩸 আমি ঃ না মামি বিয়ের আগেই করিনি আর এখন করব সেই রকম না ত আমরা জানেন নি ত,
🩸 মামি ঃ তাহলে আসছ থেকেই ফুন টিপতাছ যে,
🩸 মামি পৃথিবীতে এখনো কিছু ভাল মানুষ আছে যাদের দ্বারা এখনও মানুষের ভাল দিক, ভাল কাজ কর্ম করার সুযোগ হয়, ভাল মানুষ হতে পারে।
🩸 মামি ঃ বুজলাম না ভাল করে বুজিয়ে বল
🩸 আমি ঃ বলতাছি ঃ নোয়াখালীর একজন গর্বিত সন্তান যার নাম ইকবাল বাহার জাহিদ তার ইচ্ছা মানুষের জন্য তিনি ভাল কিছু করবে৷ দুনিয়া ক্ষন স্থায়ি কেউ বেশি দিন বাঁচে না আমাদের ইকবাল বাহার জাহিদ স্যারের ইচ্ছা তিনি মরার পরেও বেঁচে থাকবেন সবার মাঝেই,
🩸 মামি ঃ দেশে চাকরির এত সংকট তাই আমাদের ইকবাল বাহার জাহিদ স্যারের ইচ্ছা দেশের লক্ষ কুটি বেকার যুবক, সহায় সম্বল হীন দুর্বল মেয়ে মানুষের জন্য কিছু করা চাকরি করব না চাকরি দিব,তার প্রয়াসেই ফেইসবুকে একটা গ্রুপ খুলেছে যার নিজের বলার মত একটা গল্প গ্রুপ এই গ্রুপ থেকে টানা৯০ দিনের ট্রেনিং কোর্স এর ব্যাবস্থা করা হয়েছে এই গ্রুপে যুক্ত হওয়ার পরে রেজিষ্ট্রেশন করে তারপর ট্রেনিং করে নিজে কিছু করবে & নিজে কিছু না করতে পারলেও এক জন ভাল ন্যায় নীতি বান মানুষ হয়ে গড়ে উঠবে,
স্যারের একটায় স্লোগান চাকরি করব না চাকরি দিব,
এই গ্রুপে ৬৪ জেলা & ৫০ টির ও অধিক দেশের মানুষ যুক্ত আছে এই গ্রুপে, এই গ্রুপে ম্যাম্বার সংখ্যা এখন ৫ লাখের মত,
স্যারের ইউটিউব চ্যানেল আছে, স্যার একজন মোটিভেশনাল স্পিকার, স্যারের ইউটিউব থেকে যাক আয় হয় সব অসহায় দুস্ত মানুষের কাল্যানের জন্য ব্যয় হয়,
আর এই গ্রুপে নতুন উদ্যোগতা তৈরি হয় & আমাদের গ্রুপে প্রতি মংজ্ঞল বার সাপ্তাহিক অনলাইন হাট বার এই হাটে সব নিত্য প্রয়োজনীয় সব জিনিস সুলভ মুল্যে পাওয়া যায়, আর সেই হাট বার হচ্ছে আজ কে সেই হাটে আমিও সেল পোস্ট দিয়েছি তাই ফুনে সময় দিচ্ছি একেক জনে এসে প্রডাক্ট দেখছেতে আর দাম, মান জিজ্ঞেস করতেছে তাই ফুনে নিয়ে বেশি ব্যাস্ত আমি,
🩸 মামি ঃ একটু দেখাও ত,
🩸 আমি দেখেন মামি ঃ এইযে Julekha Khatun Suma আপু ময়মন সিংহের গঁফর গাওয়ের মানুষ আপু এই গ্রুপে যুক্ত হওয়ার আগের নিজের বাসায় বসে অনলাইন + অফলাইনে মহিলাদের কাপড়, কসমেটিকস নিয়ে ব্যাবসা শুরু করে তিনি এখন অনলাইনেই প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা সেল করে, এই আপনা কে যে দিয়েছিলাম ব্যাথার তেল টা এই আপুর থেকেই নিয়ে ছিলাম।
🩸 এই যে দেখুন Sagar Banik ভাইয়া তিনি নোয়াখালীর ছেলে এই গ্রুপে যুক্ত হয়ে মাসে তার লাখ লাখ টাকা সেল হচ্ছে শুধু এই গ্রুপেই,
🩸 এই হচ্ছে ইমতিয়াজ মোরাদ ইমতি ভাই আমাদের জামালপুর জেলার সফল ব্যাবসায়ী তিনি আগে বেকার ছিল এই গ্রুপে যুক্ত হওয়ার পর ও ব্যাকার ছিল পরে আমাদের জামালপুর জেলার নকশি কাঁথা নিয়ে কাজ শুরু করে এখন সে মাসে প্রায় লাখ টাকার উপরে সেল করে এই গ্রুপ থেকেই।
🩸 তুমি কি করস এই গ্রুপ থেকে সবার কথা ত বল তাছ, মামির কথা এরকমি যা বলে সবার সামনেই।
🩸 আমি কিছু না করতে পারছি, একজন ভাল মানুষ হয়েছি আগেও ছিলাম কিন্তু গ্রুপে জয়েন করে আরও ভাল হয়েছি, আমাদের ফার্মেসী যখন দিয়েছি তখন অনেক কিছু জানতাম না এখন অনেক কিছু শিখেছি এই গ্রুপ থেকেই এখন কেউ আমাকে ঠকাতে পারে না, এই আরও অনেক কিছু শিখেছি এই গ্রুপ থেকে,
🩸 মামি আমার মিস্টির অর্ডার পেলাম এক ভাই তার জন্য ২ কেজি অর্ডার করল সিলেট থেকে,
🩸 টাকা কিভাবে দিবে,
আমি ঃ বিকাশে , মিস্টি পাঠাব কুরিয়ারে,
এই গ্রুপে ছল চাতুরী করার সুযোগ না যেই ছল চাতুরী করবে সেই আজিবনের জন্য গ্রুপ হারাবে। তাই সবাই সততা নিয়ে ব্যাবসা করবে৷
আর না অনেক কথা বলছি আবার আরেক দিন বলব নি।
🩸 ইমা ও ত ব্যাবসা করে অনলাইনে ইমারে এই গ্রুপে জয়েন করিয়ে দিও ত আচ্ছা দিমুনি।
মিস্টি ঃ৫৫০ টাকা কেজি,
ডায়াবেটিস মেশিন ঃ ১৫৫০
আমি
আবিদা সুলতানা পপি
আমাদের ফার্মেসী আছে আমিও সময় দেয় তাতে,
আর অন লাইনে সার্জিক্যাল প্রডাক্ট নিয়ে কাজ করছি & জামালপুর জেলার বিখ্যাত প্যারা মিস্টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।
আমার থেকে আপনারা বিপি,ব্লাড সুগার, ওয়েট মেশিন স্ট্রিপ ইত্যাদি নিতে পারেন সল্প মূল্যে।
নিলে অর্ডার করবেন।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৮৬
Date:- ৩০/১১/২০২১ইং
আবিদা সুলতানা পপি
উপজেলা এম্ভাসেডর জামালপুর
বর্তমানঃ ঢাকা ক্যান্টনমেন্ট আছি
৮ম ব্যাচ,রেজিঃ৬৯৫৭
কমিউনিটি ভলান্টিয়ার
অনার অফঃ Hp Shops,
পেইজ লিংকঃ
https://www.facebook.com/HP-Shops-109127773973780/
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।