যার মা আছে, সে কখনও গরীব নয়""
- আব্রাহাম লিংকন
আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে সময় কাটাছি বিভিন্নভাবে ।কিন্তু একটু ভেবে দেখেছেন আমাদের মায়েদের কথা

উনাদের জন্য কি হোম কোয়ারেন্টাইন নাই ???উনারা কি সব সময়ই আমাদের জন্য কাজ করে যাবে ?? উনাদের কি হোম কোয়ারেন্টাইন আমাদের মত মোবাইল টিপে বা ঘুমিয়ে বা টিভি দেখে বা বই পড়ে ইত্যাদি সময় কাটাতে ইচ্ছে করে না ??উনারা কি পারে না স্বার্থপরে মতো ঘুমাতে ?? উনারা কি পারে না সন্তান কি খাবে ওটা চিন্তা না করে বিন্দাস জীবন করতে ??


কিন্তু আমাদের মায়েরা না পারে না স্বাথপর হতে

অনেকে অল্প বয়সে বাবা হারায়,এতে বাবা হারায় ঠিক তার সাথে হারায় মায়ের সুখ। আমাদের মা আমাদের সুখের কথা চিন্তা করে নিজের সুখকে বিসজন দিয়ে দেয়।থেকে যায় সিঙ্গেল মা হয়ে ।


মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা
আমাদের মায়েরা এত ত্যাগ কেমনে করে কেমনে ???আমরা সন্তানরা তো এতো ত্যাগ করি না ।পারলে আমরা আমাদের সুখের জন্য আমাদের মায়েদেরকে ত্যাগ করিদি ।উনারা উনাদের পছন্দ খাবার রেখে দেয় সন্তানে পছন্দ খাবার তাই ।আরো বলে আমাদের মায়েরা খেতে ইচ্ছে করে না।কত সুন্দর করে মিথ্যা বলে আমাদের(সন্তানদের) জন্য ।


‘‘পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।”
আমরা সন্তানরা যখন মরা যায় মাকে রেখে তখন উনাদের (মা) আহাজারি দেখে যে কেউ না কেঁদে থাকতে পারবে না।আর যখন খবর দেয় সন্তান পৃথিবীর বুকে না নেই সেজদা পরে সন্তানের জীবন ফিরে দিতে বলে


উনি পাগল হয়ে যায় মৃত্যু আগ পর্যন্ত।পথ চেয়ে কাঁদে আর বলে কেন আমাকে না নিয়ে গিয়ে আমার সন্তানকে নিয়ে গেলেন ।আর আমাদের রেখে যদি মা চলে যায় না ফিরার দেশে আমরা কিছুদিন কান্না করে ঠিক হয়ে যায়।কিন্তু একজন মা তো ঠিক হয় না শুধু পথ চেয়ে কাঁদতে থাকে ।মায়েরা তো কোনোভাবেই সান্ত্বনা নিতে পারে না, কিন্তু আমরা সন্তানরা পারি নিজেদেরকে সান্ত্বনা দিয়ে ঠিক হয়ে যেতে


“আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”
আচ্ছা আমরা কি পারি না ছেলে হোক মেয়ে আমাদের মায়েদেরকে কাজকে কোয়ারেন্টাইন দিতে ???আচ্ছা আমরা কি পারি এই সুযোগে মাকে সময় দিতে? ?আমরা কি পারি না মায়েদের কি কি আশা আছে তা জেনে পূরণ করতে? ??আমরা কি পারি না মাকে আমাদের সন্তানদের মতো লালন পালন করতে? ??


“মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়।”
আমরা সন্তানরা আমাদের মায়ের সাথে রেগে কথা বলি ।উনাদের পরামর্শ আমরা শুনতে চাই না ,কারণ আমরা সন্তানরা তো সব জানি বুঝি মায়েরা তো কিছু বুঝে না ।আমাদের কাজে বাধা যেতে মানা করলে আমরা মায়েদের প্রতি বিরক্ত হয়ে যায়।তারপরে আমাদের মায়েরা বিরক্ত হয় না আমাদের মঙ্গল কথা চিন্তা করতে।বিরক্ত হয় না আমাদের যত্ন করতে।বিরক্ত হয় না পথ চেয়ে থাকতে ।মাঝে মাঝে অবাক লাগে মায়েরা কখনো কেন বিরক্ত হয় না আমাদের প্রতি।


“সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।


“মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।”
আমাদের মায়েরা আমাদেরকে অভিশাপ দিতে জানে না এত জ্বালায় ,এত কথা বলি ।কিন্তু আমরা যখন কিছু পায় না তখন মুখে উপর অনেক কথা বা অভিশাপ দিয়েদি।
আসুন না আমরা আমাদের মায়েদেরকে আমাদের সন্তানদের মতো জীবন গড়তে দিয়


আমার মা মনে করেন, আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি ।


মায়ের ভালোবাসা এতোটাই শক্তিশালী যে এটি সবসময় নিজের চিহ্ন রেখে যায়।এতো বেশি গভীর আর শক্তিধর সেই ভালোবাসা, যা সারাজীবন সুরক্ষা কবজের মতো আমাদের ঘিরে থাকে ।
আমি সবসময়ই বলি আমার হায়াত আমার মাকে দান করুক আল্লাহ ।আমিন।

সকল মায়ের প্রতি ভালোবাসা ও দোয়া অবিরাম।


মায়ের মত আপনজন,
পাবে না কোথাও কোনো ক্ষণ
জয়ী কর মায়ের মন,
বিস্ব তোমার সারা ক্ষণ।
যদি হারাও মায়ের মন,
নিঃস্ব হবে শুভক্ষণ।
মা' বলেই হাস তুমি,
মা বলেই কাঁদো তুমি।
মায়ের মাঝেই থাকো তুমি,
মাকে পাশে রেখো তুমি।
মা'ই তোমার গুনিজন,
মা'ই তোমার সর্বজন।
A huge shout out for all the homemakers of the world who is actually making our quarantine life as smooth as butter with their magic.

"স্ট্যাটাস অব দ্যা ডে"- 204
বি এইচ সোনিয়া
ব্যাচ️:৮
রেজি.নং:৬৬৯৩
উদ্যোক্তা : SS OATH COLLECTION
বাসস্থান :উত্তর পতেঙ্গা, কাটগড়
জেলা:চট্রগ্রাম