, মাছি আর মৌমাছির প্রার্থক্য,,
সসন্মানিত,
শ্রদ্ধেয়,
প্রিয় মেন্টর,
জনাব,
ইকবাল বাহার জাহিদ স্যারকে সশ্রদ্ধ সালাম জানিয়ে অনেক অনেক দোয়া করি অন্তর থেকে (আচ্ছালামুয়ালাইকুম)
আমাদের সবাইর সুশিক্ষা প্রতিষ্ঠান,, নিজের বলার মতো একটা গল্প,, গ্রুপের সন্মানিত সদস্য সহপাঠীদেরকে অন্তর থেকে শুভেচ্ছা শুভকামনা দোয়া জানাই।
ভাইয়া, আপুরা,আমরা প্রত্যেকে অবগত আছি, মাছি কি জিনিস, আর মৌমাছি কি।
*মাছি
আপনাকে কামড় দিবেনা,শুধু অযথা কানের কাছে আওয়াজ করে বিরক্তি করবে,আর যত্রতত্র অপরিস্কার জায়গায় বসে আবার আপনার খাওয়া মধ্যে পড়ে সে খাওয়া আপনি খেলে লং টাইমের জন্য আপনি পেটে সমস্যায় ভুগতে হবে।এ জিব আপনার বিন্দু মাত্র উপকারে আসবেনা।একে সবাই স্প্রে করে বা অন্য পন্তথ্যায় তাড়াতে ব্যস্ত থাকে।
*মৌমাছি
মৌমাছি আপনাকে এক বার কামড় দিলে কম্পক্ষে ২/৩ দিন ব্যথা থাকবে কস্ট দায়ক।কিন্তু তবুও আমরা এ ছোট্ট জিব কে অনেক আদর করি, ঘরের কোনে বাসা করলে আমরা খুশি হয়ে সে রুম খালি করে দিই।
দুর দুরান্ত থেকে খুজে এনে বক্স বানিয়ে তাদেরকে থাকার সুব্যবস্থা করেদিই।
কিন্তু কেন?কারণ সে যত্রতত্র বসেনা ফল,ফুল,ভালো, ভালো জায়গায় তার আসা যাওয়া।আর মধু সরবরাহ করে তাতো আছেই।
সন্মানিত,ভাইয়া,আপুরা, আমরা কি মাছির মত হবো, নাকি যে সব লোক মাছির স্বভাবের আছে তাদের সার্নিদ্দে যাবো? যারা ভালো মন্দ সবধরনের মানুষকে খুশি করতে তাদের অন্যায় গুলোতে হ্যা হ্যা করে খুশি করবো, তাদের মাধ্যমে লং টাইম সে পেটে ব্যথার মত পিডাদায়ক হয়ে এক সময় আওয়াজ চাড়া স্প্রের ভাগিদার হবো।
নাকি সামান্য কষ্টদায়ক হলেও সত্য বলবো,যত্রতত্র আনাগোনা না করে সে ফল,ফুল এর মত সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন জীবন বেচে নিবো।যেখানে হাল্কা তেতো হলেও মধুর মত উপকারি উপদেশ, আদেশ, অনুপ্রেরণা গ্রহণ করে দীর্ঘস্বায়ি সুখী শান্তি জীবন গড়ে তুলবো।
এখন আপনি পরিস্কার পরিচ্ছন্ন হিসেবে বুঝতে পারেন ভালো ভালো সভাবের বন্ধু, বান্দব,আর বক্স হিসেবে নিতে পারেন আমাদের প্রিয় প্লাটফর্ম, নিজের বলার মতো একটা গল্প,, গ্রুপ। আর মধু হিসেবে নিতে পারেন আমরা যে গুলো, মেন্টর, ইকবাল বাহার জাহিদ স্যার এর কাছে আদেশ উপদেশ যুক্তি পরামর্শ সেশন ভিডিও এ সবই।
আর উপকার তো আছেই দীর্ঘমেয়াদি, সফলতা।সফতার মাঝেই লুকিয়ে আছে শান্তি।
আর ফানগ্রুপ,পেইকগ্রুপ,গেমসগ্রুপ,আড্ডা গ্রুপ, হ্যায় হ্যালো গ্রুপ, ভাইয়াআপু এ সব গ্রুপে সময় নস্ট বুদ্ধি নস্ট চোখের গুম নস্ট ফোনের MB নস্ট করে পেলাম কি? তা আপনারা বুজেন। লিখা দীর্ঘায়িত না করে
ভুল ক্ষমা চেয়ে ধন্যবাদ জানাই, অন্তর থেকে
অনেক অনেক দোয়া রইল সবাইর জন্য,
আল্লাহ হাফেজ।
ডেঞ্জার জোনে আছি
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৭৯
৩০-০৩-২০২
* Mn.karim.
* স্যারের একনিষ্ঠ ছাত্র।
* নিজের বলার মতো একটা গল্প
* কমিউনিটি ভলেন্টিয়ার।
* ৫ম ব্যাচ,রেজিষ্ট্রেশন নং ৮০৪.
*চট্টগ্রাম।
*Shahidulkarim29@gmail
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।