বিসমিল্লাহর রহমানের রহিম
প্রথমেই অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি আমাদের কে ভালো মানুষের একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন
বিষয়ে
প্রবাসীদের কস্ট প্রবাসী ছাড়া কেউ বুঝেনা
একজন প্রবাসী আরো একজন প্রবাসীর সাথে যেভাবে জীবনের দুঃখ যন্ত্রনাভাগাভাগি করে আপন পরিবার পরিজনের সাথে
এই ভাবে প্রান খোলে কথা বলতে পারেনা। কারন মাত্র একটা “পিছনে রেখে আসা মানুষ গুলো সুখে থাকুক আমাদের কষ্টযেন ওদেরকে স্পর্শ করতে না পারে”
দেশের মানুষ শুধুই আমাদের সুন্দর সাস্থ্যআর হাসি মাখা মুখটাই দেখে, তাই আসল সত্যটা হাসি আর চোখে দেখা সুখের আবরনে ঢাকাপড়ে যায়।
আর এক ধরনের ভূ্ল ধারনা বদ্ধমূ্ল হয়। প্রবাসের বাস্তব চিত্র আমিযেভাবে দেখেছি তার সাথে দেশের মানুষের অনেক দ্বিমত থাকতে পারে, তবে যাদেখেছি তা কাগজ কলমের
সাহায্যে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করবো।তির্থের কাকের মত আশায় চেয়ে থাকা প্রবাসী জীবনের এক একটি দিন যা কাউকে সহজেবুঝাতে পারি না।
প্রবাসে টাকা আছে তবে সুখ যে নেই তা বিশ্বাসযোগ্য নয়। সবার ধারনা প্রবাসমানেই হলো সুখ আর সুখ। বাস্তব সত্য হলো আমরা নামে মাত্র শুধু
বেঁচে থাকিতবে বেঁচে থাকার স্বাদ আমাদের ভাগ্যে নেই। ভালোবাসাহীন জীবন নিয়ে বুক ভরাকষ্টের পাহাড় নিয়ে সুখের আশে পাশেও যাবার ভাগ্য হয় না আমাদের।
মাঝে মাঝেমনে হয় আমরা বেঁচে নেই যাকে বলে জিন্দা লাশ। আমরা প্রবাসীরাও এক একটাজিন্দা লাশ। যে সুখের আশায় রক্ত বাঁধনের মানুষ গুলোকে
পিছনে রেখে একদূর পথপাড়ী দিলাম কিন্তু সুখের মুখ দেখা হলো না।
(প্রবাসে কিছু মানুষ আছে যারা আমাদের মত অসুখী নয়, তাদের টাকাপয়সা সবই আছে তবে ওরা সংখ্যায় খুবই কম ওদের কথা আলাদা।
আবার এই সুখীমানুষের অসুখের কাহিনীরও শেষ নেই) টাকা পয়সা সব সময় অসুখীর মূল বষ্য নয়।জীবনে টাকার প্রয়োজন তা আমি অস্বীকার করবো না
জীবনে টাকার প্রয়োজন আছে, জীবনকে সুন্দর ভাবে সাজাতে হলে টাকা অগ্রনী ভূমিকা পালন করে থাকে। টাকা যেআবার সব সমস্যার সমাধান তাও স্বীকার করবো না।
যেখানে মানুষের প্রয়োজনসেখানে টাকা একেবারে অর্থহীন হয়ে যায়। জীবনে সুখী হবার জন্য হিসাবের কিছুবিষয় আছে আমাদের জ়ীবনে প্রতিফলিত না হলে আমরা সুখের মুখ দেখতে পাই না।প্রবাসীরা কোন সময় পরিপূর্ন সুখী হবার স্বপ্ন দেখে না।
👨👩👧সুখে দুঃখে ভালোবাসার মানুষেরবুকে মাথা রেখে আগামীদিনের স্বপ্ন নিয়ে বেঁচে থাকা। ভাগ্যের নির্মম পরিহাসআজ আমরা প্রবাসী, হিসাবের সুখটুকু আমাদের ভাগে আর পড়ে না
যোগ বিয়োগের হিসাব আর মিলে না, বড় ধরনের গড়মিল দেখা দেয়, হাহাকারভরা অশান্ত মন হু হু করে কেঁদে উঠে গন্ড বেয়ে যন্ত্রনার বিষাক্ত জল ঝরতেথাকে।
আমাদের চারপাশে এখন আছে ইকবাল বাহার জাহিদ স্যার স্যার হতে গড়া এক জাক তরুন তরুনি নেটওয়ার্ক
আগে নিতে আমাদের মা বাবা ভাই বোন খোজ খবর এখন তাদের সাথে জয়েন হইছে নিজের বলার মত গল্প গ্রুপ
গ্রুপ অনেক ভাই বোন দেশ বিদেশ ডেলি আমাদের খোজ খবর নেয় কিছু কিছু ভাইয়ের কথা না বলেই নয়
জাহার এই গ্রুপ মাধ্যমে আমাদে সব সময় খোজ খবর নেন
MD Showkat Ali
Al Amin
Md Maksudur Rahman
Cm Hasan
যন্ত্রনা ভূ্লে থাকার এই সহজ উপায় প্রতিটি প্রবাসী ভাই বোন ইকবাল বাহার জাহিদ স্যার আমাদের জন্য জে নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে আসুন আমরা সবাই নিজের বলার মত গল্প গ্রুপ সময় দেই স্যারে পেস্ট পড়েন নিজের জীবন কে সুন্দর করে তুলুন জার প্রমান আমি নিজে
ব্যস্ততার মাঝে নিজেকে লুকিয়ে রেখে হাসির মুখোস পড়ে বলতে হয় ভালো আছি মা, তোমরাও ভালো থেকো।✌
স্ট্যাটাস অফ দ্যা ডে -১৮২
০২-০৪-২০২
👱md shohel Hossain
👨🎓 ৮ম ব্যাচ
🖋️রেজি.নং: ৪৯৮৭
🇧🇩 চাঁদ পুর জেলা
💉ব্লাড-গ্রুপ B+
🇶🇦 কাতার প্রবাসী
📱+974 30524125
📧 sohelrana00939@gmail.com
 
                       ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।