See More Post

মতিঝিল জোনের ত্রাণ বিতরণ কর্মসূচি বনশ্রী এলাকায়

আজ "নিজের বলার মতন একটি গল্প" গ্রুপের পক্ষ থেকে সারা ঢাকায় একযোগে " দিনে এনে দিনে খায়" এই ত্রাণ বিতরণ কর্মসূচির কার্যক্রম পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় আমাদের মতিঝিল জোনের ত্রাণ বিতরণ কর্মসূচি বনশ্রী এলাকায় সুশৃংখলভাবে আমরা সম্পূর্ণ করি। জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে অনেক অনেক ধন্যবাদ যে স্যার আমাদের এত বড় একটি মহৎ কাজের দায়িত্ব দিয়েছেন। আর সবার কাছে একটি বিশেষ অনুরোধ সবাই যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই মানুষগুলোর জন্য। আর আমাদের জোনের যারা আমাদের কে সাহায্য করেছেন সম্মানিত বড় আপু নাসিমা রুপা ,দোলন ভাই, লাবণ্য আপু, রুহুল ভাই ,সাজি আপু ও সাব্বির ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গ্রুপের সবাই আমাদের জন্য দোয়া করবেন সকল প্রকার ভালো কাজে স্যারের নির্দেশে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারি।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।