See More Post

গল্পে গল্পে সেল পোস্ট


#গল্পে গল্পে সেল পোস্ট 


 সবুজ আর অপু বসে গল্প করছে অপু সিনিয়র তবে বেশি না দুই এক বছরের ব্যবধান খুব বই পড়ে সবুজ  ছোটভাই HSC পাশ করে আর পড়ালেখা করছে না  এখন খুব হতাশ। 

 

সে তার হতাশার কথা অপুকে জানাচ্ছে। 

অনেকক্ষণ কথা বলার পর অপু সবুজকে বলে  তুমি সারাদিন এত হতাশ থাকো এর একমাত্র কারণ তুমি একা থাকো আর খুব চিন্তা করো এত চিন্তা না করে 


তুমি তোমার এলাকার বড়ভাই  Mujahid Opu  ও 

Protul Pathak  সাথে যোগাযোগ করো তাদের একটা ফেসবুক গ্রুপ আছে " নিজের বলার মতো একটা গল্প" নামে আমিও এই গ্রুপের একজন গর্বিত   সদস্য আমিও কোন এক সময় তোমার মত ছিলাম। এখন আমি খুব ভালো করেই ব্যবসা করছি। 


মুজাহিদ ভাই ও প্রতুল প্রাঠক তারা এই গ্রুপের স্বেচ্ছাসেবক তারা দুইজনই খুব হেল্পফুল মানুষ। আশা করি তোমাকে যথেষ্ট হেল্প করবে। 


ঐ গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ স্যার তিনি একজন মানবিক মানুষ। সমাজের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে। 


তুমি ঐ গ্রুপে জয়েন দিবা স্যারের শেশান গুলো  এবং গ্রুপের সবার পোস্ট ফলো করবা দেখবে তোমার 


এরপর আমি তোমাকে একটা পরামর্শ দিবো 

কিছু বই পড়তে 


১। নিজের বলার মতো একটা গল্প 

২। বৃষ্টি সবার জন্যে পড়ে ভিজে কেউ কেউ 

৩। থিংক এন্ড গ্রো রিচ

৪। আমিই আমার নেতা 

৫। বেলা ফুলাবার আগে 

৬। রিচ ড্যাড পুওর ড্যাড 


হা বইগুলো অনেক ভালো এইগুলো সাধারণ লাইব্রেরিতে পাবে না। 


তুমি আমাদের গ্রুপেরই কিছু ভাই আছে যারা এই গ্রুপ থেকে অনুপ্রেরণা পেয়ে একটা ই-কমার্স প্রতিষ্ঠান দিয়েছে নাম হল 

www.smartwaybd.com আমাদের গ্রুপের সবাই তাদের থেকে বই নেয়। 


ফোন নাম্বার আমার কাছে আছে দাড়াও মোবাইলটা বের করি হা নাও 01975-505341 তুমি ওয়েবসাইটে 

অর্ডার না দিতে পারলে। এই ফোনে কল দিও। 


আমিও কয়েকবার নিয়েছি খুব ভালো সার্ভিস দেয়

তারা শুধু দেশে না বিদেশেও বই পাঠায়। 

তুমি এই বইগুলো তাদের থেকেও নিতে পারো। 


আর হা আমাদের গ্রুপের জন্য যেকোন সেবায় তারা বিশেষ ছাড় দিয়ে থাকে। 


বই না শুধু আরো কিছু প্রোডাক্ট নাকি তারা সামনে নিয়ে আসবে তোমার যদি সেগুলো প্রয়োজন হয় নিবে। 


আর হা যদি তুমি গ্রুপে জয়েন করে বইগুলো পড়ে উপকৃত হও তোমার বন্ধুদের জানিয়ে দিবে।

এবং আমাকে একটা চায়ের দাওয়াত দিও টাকা আমি দিবো এরপর দুইজনে জমিয়ে আবার আড্ডা দিবো। 

ভালো থাকো। 


স্ট্যাটাস অফ দ্যা ডে -১৯০

১০-০৪-২০২


ইকবাল

কোর ভলোন্টিয়ার 

২য় ব্যাচ,ফেনী

রেজিষ্ট্রেশন নং ৫১১

ব্যবস্থাপনা পরিচালকঃ www.smartwaybd.com


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।