See More Post

আলহামদুলিল্লাহ সিলেক্টেড হইছিলাম। গ্রপ এ সম্ভবতঃ প্রথম মেয়ে।

আসসালামু আলাইকুম। আমি সানজানা বিনতে শাহজাহান নিজের বলার মত গল্প প্রথম ব্যাচ এর গর্বিত সদস্য। স্যার যেদিন পোস্ট দিয়েছিলেন ৬৪ জেলা থেকে ১২৮ জন কে নিয়া ৯০ দিনের ট্রেনিং শুরু করবেন তা দেখেই স্যার  যা জানতে চাইলেন তা ডিটেলস লিখে ইমেইল করলাম। আর মনে মনে দুয়া করছিলাম চট্টগ্রাম থেকে  আমি যেন সিলেক্ট হই।


আলহামদুলিল্লাহ সিলেক্টেড হইছিলাম। গ্রপ  এ সম্ভবতঃ প্রথম মেয়ে। প্রথম দিন হতে আছি।১২৮ জন পরবত্তিতে ১৬৪  নিয়া প্রথম গ্রপ শুরু,আর আজ দেখতে দেখত নবম ব্যাচ শেষ  এর দিকে ,গ্রপ থেকে কি পেয়াছি তা উল্লেখ করতে যাই সে এক লম্বা লিস্ট। কয়েকটি পয়েন্ট আউট করতে বললে প্রথমে পসিটিভিটির কথা বলতে হই। সবকিছুর মধ্যেই পজিটিভ জিনিস টি আগে চোখে পরে,নেতিবাচক কোন কিছু সহজে আঁকড়ে ধরে  না। নির্ধিদায় বলতে পারি একজন ভাল মানুষ।  এ গ্রপ আমকে  বলতে গেলে স্বপ্ন দেখতে শিখেয়েছে । আমি ব্যবসা এখন ও  শুর  করিনি কিন্তু ইচ্ছে আছে আমার যে পরিকল্পনা  আছে সে অনুযায়ী কাজ শুরু করার এবং ৬৪ জেলাই পৌঁছানোর। এ গ্রপের কল্যাণে এখন প্রতি জেলার ই ভাই আপুর সাথে পরিচয়, যা আগে ছিল নিজ এলাকায়  সীমাবদ্ধ।গ্রপ টি এতই প্রিয় প্রতিদিন এখন একবারের জন্যে হলেও আসতে হয়.


Sod no: 158

Date: 08.03.2020


সানজানা বিনতে শাহজাহান

জেলাঃচট্টগ্রাম

বর্তমানঃ নিকেতন,গুলশান

রেজিঃ ২৫৮৮

ব্যাচঃ প্রথম 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।