See More Post

অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার টানা ৮০০ তম দিন নিয়ে আমার অনুভূতি।

বিষয়ঃঅনলাইনে প্রশিক্ষণ কর্মশালার টানা ৮০০ তম দিন নিয়ে আমার অনুভূতি। 


আমি এই গ্রুপে আজ নিয়ে ১৪ দিন।এর মাঝে আমার ফোন নষ্ট হয়ে যাওয়ার কারনে ৫ দিন গ্রুপে থাকতে পারিনি।এই সময়টা আমার কাছে মনে হয়েছে যে আমি কোথায় যেন ছন্নতা হারিয়ে ফেলছি।


এই গ্রুপটা হলো এমন একটা গ্রুপ যেখানে স্যারের সেশন ও প্রতিটা মানুষের পজিটিভ  কমেন্ট সেই সাথে আন্তরিকতা আমাকে আমার জীবনে নতুন কিছু করার সাহস ও শক্তি যোগান দেয়।


আমাদের আশেপাশে যেখানে নেগেটিভি ভরে গেছে,কিছু করার উদ্যোগ নিতে চাইলে দশ জনের বাধা আর নেগেটিভ কমেন্টে আত্মবিশ্বাস হারায় সেখানে এই গ্রুপে হয় উল্টো মানে দশ গুন আত্মবিশ্বাস জোগায় মনে।


আমার কাছে মনে এ যেন এক অন্য রকম পৃথিবী। আর এমন একটা পৃথিবী আমি এত দিন খুঁজে বেরিয়ে ছিল।অবশেষে তা পেয়েছি। তার জন্য ধন্যবাদ ঝংকার মাহবুব  স্যারকে।আমি এই গ্রুপের সন্ধান পাই উনার ইউটিউব ভিডিও থেকে।উনি ঐ ভিডিও তে ইকবাল বাহার স্যার ও এই গ্রুপ নিয়ে কিছু কথা বলেছিলেন।


ধন্যবাদ সবাইকে।


Sod no: 160

Date:10.03.220


নামঃহিমাংসু সরকার। 

জেলাঃময়মনসিংহ।

বর্তমান অবস্থানঃচীন।

ব্যাচঃ৯ম।

রেজিঃ১১৫৭৬।


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।