♦৮,০০.দিন।♦
>>অনুভূতি প্রকাশ।
শ্রদ্ধা ভালোবাসা রইলো প্রিয়
♥ইকবাল বাহার জাহিদ স্যার♥
আজ ৮,০০.শ তম দিনে আমি নিজের বলার মত একটা গল্প গ্রুপ থেকে প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে লিখবো ইনশাআল্লাহ.
আমি যখন এই গ্রুপে জয়েন করি ততদিনে
৫০০+দিন সাফল্যের সাথে অতিক্রম করে ফেলেছে,
আমি গ্রুপে এসে শুরুতে যেমন ছিলাম আনন্দিত
ঠিক তেমনিভাবে নিজের উপর নিজে ছিলাম অনেকটা বিরক্ত,
কারন মনে হইতো আমি আরো আগে কেনো পেলাম না এই গ্রুপের সন্ধান
কেনো আমি এতো পিছিয়ে আছি
আফসোস আর আফসোস,
ইস..আমি যদি ১ম ব্যাচ থেকে এই গ্রুপের সাথে যুক্ত থাকতে পারতাম তাহলে আজ আমার একটা গল্প তৈরি হয়ে যেতো
এই ভাবনায় নিজের ভেতরটা কেমন অস্থির
ছিলো,
তারপর শুরু হয়ে গেলো প্রিয় স্যারের সেই বিখ্যাত প্রবাদ লেগে থাকুন
স্থির করলাম মনকে যাহা প্রাপ্তি তাহা নিয়েই সন্তুষ্টি থাকা উত্তম,
আমি এর আগে এতো গুরুত্ব দিয়ে কিছু করেছি কিনা সন্দেহ আছে
যতটা গুরুত্ব এই গ্রুপকে দিচ্ছি,
সত্যি বলতে এখানে এসেই বুঝতে পেড়েছি
ভালোবাসা না থাকলে কোনো কিছুই ভালো লাগেনা
যে কোনো কাজের প্রেমে না পড়লে ঐ কাজটা সফল ও সুন্দর হয়না,
তাই ভালোবাসতে শুরু করলাম
এই গ্রুপকে এই পরিবারের মানুষ গুলোকে,
তবে ফেরৎ যা পেয়েছি তা লিখে প্রকাশ করা অসম্ভব,
বলতে গেলে আমুল পরিবর্তন করে দিয়েছে
এই গ্রুপ আমাকে,
এই যে লিখছি তাও এই গ্রুপের অবদান
এখানে যুক্ত হওয়ার আগে দুই চার লাইন
লিখবার সাহস আমার ছিলোনা বললেই চলে,
বড় প্রাপ্তি এখানে হাজার/ লক্ষ ভালো মানুষের কাছে নিজের একটা পরিচয় তৈরি হয়েছে,
এমনও মানুষ আছে যাদের দ্বারেকাছে যাওয়ার যোগ্যতা আমার নেই
অথচ আজ আমি আন্তরিক হলে যে কারো সাথে চলার,কথা বলার সুযোগ পাচ্ছি,
এখানে অহংকারী খুজে পাওয়া যায়না
অহংকার তো ভালো মানুষের গুন নয় তাই,
আমাদের প্রিয় মেন্টর
ইকবাল বাহার জাহিদ স্যার♥ উনার মত উদার মনের মানুষ ছাড়া এমন একটা গ্রুপ
কল্পনা করাও অসম্ভব,
এখন আমি স্বপ্নজাল বুনছি
স্বপ্ন আছে ভালো কিছু করার
স্যারের পরামর্শ অনুযায়ী শিখছি,
কোনো তাড়াহুড়া নেই
সৎ পথে,সৎভাবে,সঠিক সময়ে
শুরু হবে এগিয়ে যাওয়ার যাএা,
এখন শুধু নিজের জন্য গল্প তৈরি করতে আগ্রহী নই
এমন একটা গল্প তৈরি করতে চাই
যে গল্প এই গ্রুপের ৮,০০০.তম দিনে আমার সন্তান গর্ব করে বলতে পারে
সেই চেস্টা করে যাচ্ছি
ইনশাআল্লাহ,
Sod no: 160
Date: 10.03.2020
মো:ইউসুফ হোসেন তন্ময়
কমিউনিটি ভলেন্টিয়ার
৭তম ব্যাচ
রেজি:নং২৯৫৫
গাজীপুর।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।