See More Post

ঠিক আছে। তুমি দেখছি স্বপ্নিল আকাশের অদ্যপান্ত সব খবর রাখ?


🔴বিষয় ঃ স্বামী স্ত্রীর সাংসারিক আলাপন।


⭕এক সকালে শান্তা জানতে পারল তার সাহেব বলা নেই কওয়া নেই এক ঝাক বন্ধুদের ইনভাইট করেছে। কোন পরিকল্পনা ছারাই। স্বামীরা এ কাজটা প্রায়শই করে থাকে। সব পরিবারেই কম বেশি এমনটি হয়। 


⭕শুক্রবার সকালে সূর্যের নরম আলো জানালা ভেদ করে ঘরে ঢুকেছে। চমতকার এক পরিবেশ।

আদর আর শান্তা সকালের নাস্তা শেষ করে দুজনেই গল্প করছে "বারী চা" খেতে খেতে এমন সময় 


আদরঃ ওহো আমিতো তোমাকে বলতে ভুলে গেছি আজ আমার কজন বন্ধুরা রাতে আমাদের সাথে ডিনার করবে।


শান্তাঃ কি বল আদর। তুমি হঠাৎ এভাবে বলে ফেললে। আমাকে জানাবা না? এটা কেমন হলো আমি একা মানুষ বুয়া নেই। বাড়িতে গেছে।


আদরঃ সরি জান ভুলে গিয়েছিলাম। একটু ম্যানেজ কর। প্লিজ। 


শান্তাঃ তুমি তো সব কিছুতে সরি বলেই পার পেয়ে যাও। ঘরে অনেককিছু নেই । তাও চালিয়ে নিতে পারব আগামি সোমবার পরযন্ত। তারপর মঙলবার নিজের বলার মত গল্প প্লাটফর্মের সাপ্তাহিক হাট বার থেকে বাজার করব। 


আদরঃ কেন হাটবার থেকেই কেন বাজার করতে হবে? আগোরা থাকতে? 


শান্তাঃ তুমি জান জান না মঙলবারের এই হাটবারে আমাদের দেশের ৬৪টি জেলা ও ৫০টি 

দেশের প্রবাসী ভাই ও বোনেরা বিভিন্ন পন্য নিয়ে 

আসে এই মেলায়। 

অনেক আনকমন জিনিস পাওয়া যায়। এবং সুলভ মুল্যে। 


আদরঃ ও তাই নাকি। আমাকেও একটু দেখাবা তো দেখব কেমন হয় তোমাদের এই হাটবার। 


শান্তাঃ ঠিক আছে। কিন্তু এখন কি করব বলতো?


আদরঃ কেন? কি হলো?


শান্তা ঃ রান্না করব যে ঘি তো নেই? তুমি এক কাজ কর দোকানে যাও। তারাতাড়ি ঘি নিয়ে এস


আদরঃ ঠিক আছে। তো কি ঘি আনব বলে দাও। নইলে বলবে আমার জন্য খাবার ভালো হয়নি।


শান্তাঃ ঠিক বলেছ। ঘির কারনেই তো খাবার সু -সাদু হয়। তুমি স্বপ্নিল আকাশের প্রিমিয়াম ঘি 

নিয়ে আসবে। 


আদরঃ ঠিক আছে। দাম কত। কেমন এই ঘি। এটা ছারা অন্য টা আনলে হবে কি। সেইম কুয়ালিটি।


শান্তাঃ মোটেও তা নয়। শুন তুমি স্বপ্নিল আকাশের ঘি টাই আনবে। কারন এই ঘি অনেক টেস্টি। সুন্দর রং, কুয়ালিটির তুলনা হয় না। এটা কাচা ননি দিয়ে করা। হাই জেনিক। ভালো জিনিস একটু দাম হলেও সমস্যা নেই। কারন এই ঘি 

কারখানা বা ফেক্টরিতে করা হয় না। 🐾


এটা মালিক নিজে ঘরে বানায়। ১০০% হোমমেইড

ও পিওর। দীর্ঘ দিন খাওয়া যায়। দীর্ঘ ৭বছর ধরে দাপটের সাথে সবাই হাতের নাগালে পাচ্ছে এ ঘি।

মূল্যঃ

১কেজি ১৫০০টাকা

হাফ কেজি ৭৫০টাকা 


তোমাকে এখন বাজার থেকে আনতে হত না। আমি ওর্ডার করলে ফ্রী ডেলিভারি দিয়ে যেত।কিন্তু আমাদের হাতে সময় নেই। তাই তুমি আপাতত হাফ কেজি নিয়ে এস। আমি হাটবারে ১কেজি ওর্ডার করব। ইনসাআললাহ। 🐾


আদরঃ ঠিক আছে। তুমি দেখছি স্বপ্নিল আকাশের অদ্যপান্ত সব খবর রাখ?


শান্তা ঃজি আমি সব খবর রাখি। শুধু তাই নয়। 

ঢাকার মধ্যে একেবারে ফ্রী ডেলিভারি ১ কেজি হাফ কেজি। আর ঢাকার বাইরে ১কজি ১০০ টাকা মাএ ডেলিভারি চার্জ নেয়া হয় ৬০ টাকা ফ্রী 

কারন সুন্দর বন ও এস, এ পরিবহনে পাঠানো হয় বলে। 

আর হোল সেলারদের জন্য ডেলিভারি চারজ প্রযোজ্য। 

যোগাযোগের নামাবার 01913379297

বাসার তৈরি করা হয় বলে। ঠিকানাটা প্রকাশ করে না। কারন এই প্রতিষ্ঠানের কর্নধার একজন মেয়ে।নিরাপওার জন্য ঠিকানা দেয়া হয় না।🐾


★এই ঘি শুধু মাএ তাদের জন্য যারা হাই কুয়ালিটি ও ভালো জিনিস খেতে পছন্দ করে। 


" ঘি খাই চেটে পুটে ঘ্রান গেল সবার ঘরে" 

অল্প খাব ভালো খাব সর্ব স্তরে বিলিয়ে দিব।

হা হা হা


আদরঃ ঠিক আছে ঠিক আছে। বুজতে পেরেছি।

🐾🐾

স্বপ্নিল আকাশের লিংক ঘুরে দেখ👇

https://www.facebook.com/shopneelakash.com.bd/



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৬৫

৩০-০৬-২০২০


নামঃ তাসলিমা সিকদার

ব্যাচঃ ৯ম

রেজিঃ ১২৭১৯

প্রতিষ্ঠানের নামঃ স্বপ্নিল আকাশ 

জেলাঃ মানিকগঞ্জ

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।