See More Post

ভালো কথা তুমি কিছু বিক্রি করছো না এই হাটে তুমিত আইটি তে অনেক এক্সপার্ট সফটওয়্যার মফটয়ার বিক্রি করতে পারো ভালোইত জানি তোমার সফটওয়্যার।

মাত্র বাসা থেকে বের হলাম 

পথিমধ্যে এক বড়ভাইয়ের (নাম সবুজ) সাথে দেখা তিনি মাস্ক ও PPE পড়ে ফেনীর দিকে যাচ্ছেন। 


আমিঃ ভাইয়া কই যান এত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। 


সবুজ ভাইঃ আর বলিস না চারিদিকে এত সমস্যা তারপরেও হাটে ভিবিন্ন জিনিস কিনতে যাওয়া লাগে 

তোমার ভাবীর জন্য কিছু কসমেটিক,একটা জামা আর কিছু মুদিমাল কিনব। 


আমিঃ আরে ভাইয়া এত রিক্সের মধ্যে আপনি হাটে যাবেন? আপনি জানেন না আজকে হাটবার। 


সবুজ ভাইঃ কি বলো, আমিত কিছুই বুঝতেছিনা 

আমিঃ ভাইয়া আজকে নিজের বলার মতো একটা গল্পের হাটবার। ফেসবুকে ঘরে বসেই অর্ডার করবেন আপনার বাসায় দিয়ে যাবে। 


সবুজভাইঃ তাই নাকি!!  কি কি পাওয়া যায়, দাম বেশি নিবে কিনা, কোয়ালিটি কেমন হবে?


আমিঃ ভাইয়া কি পাওয়া যায়না সেইটা বলেন 

আপনার যা দরকার সব পাবেন। 


গাড়ি, বাড়ি, সফটওয়্যার থেকে শুরু করে এক কথায় একটা হাটে যা পাওয়া যায় সেখানে  সব পাবেন। আর দামের কথা বলছেন না,খুব  স্বল্প দামে

ভালো কোয়ালিটি পন্য আপনি সেখানে পাবেন। কারন এই বাজারের মনিটরিং টিম খুব এক্সপার্ট তারা এই বিষয় গুলো ভালো করে দেখেন। 


কেউ যদি খারাপ মাল দেয় তাকে ঐ বাজার থেকে আজীবনের জন্য তাকে ব্যান করে দেয়। তাই বিক্রেতারা খুব সচেতন। 


সবুজ ভাইঃ তাহলের অনেক ভালো। আমিতো ভয়ে ভয়ে হাটে যাচ্ছিলাম।দেখতেছনা   কত কিছু পড়ে  বাজারে বের হইছি। 


তুমি একটা কাজ করো কয়েকজন দোকানদারে ঠিকানা দাও যেখানে গেলে আমি সব আইটেম কিনতে পারবো। 


আমিঃ ভাইয়া এই হাটের সবাই ভালো দোকান্দার। তারপরো খাটি সরিষার তেল এবং ভাবির জামা পাবেন  Nasima Rupa  আপুর কাছে। কসমেটিক পাবেন Monisha Chakma  ও Julekha Khatun Suma  আপুর কাছে। আর ভালো মানের চা পাবেন  সুমাইয়া Sumaiya Bari  আপুর বারী চা আছে। তাছাড়া


মুভেজ ভাই থেকেও কিনতে পারেন আরবান চা। 


আর মসলার আইটেম লাগলে পাবেন আমাদের ফেনীর জান্নাত টাচ এবং আমার বান্ধবী সুবর্না  থেকে  নিতে পারেন ডেলিভারি চার্জ ও লাগবেনা। 


আর এখনত আমের সৃজন চাইলে Ahm Mahedi Hasan  ভাই থেকে  হাড়িভাংগা আম ও কিনতে পারেন। 

আর হা ভালো মুড়ি যদি কিনতে চান টাকটাদুনিয়ার ফয়সাল  ভাইয়ে দোকানে চলে যাবেন। 


যাদের কথা বলছিনা তাদের দোকান থেকে চোখ বন্ধ করে মাল কিনে নিবেন শুধু গিয়ে আপনার এই ছোড়ভাইয়ের কথা কইবেন৷ 


সবুজ ভাইঃ তোমারে অনেক অনেক ধন্যবাদ। তো আমাকে গ্রুপে জয়েন করাই দিও চলো তোমার দোকানে বসে সব অর্ডার করব। 


ভালো কথা তুমি কিছু বিক্রি করছো না এই হাটে তুমিত আইটি তে অনেক এক্সপার্ট  সফটওয়্যার মফটয়ার বিক্রি করতে পারো ভালোইত জানি তোমার সফটওয়্যার। 


আমার এক বন্ধুকে দিয়েছো শুনলাম, সেতো মহা খুশি। তার হিসাবগুলো নাকি খুব ইজিতে করতে পারছে ঐদিন  তার দোকানে গেলাম আর এইসব বল্লল।


আমিঃ জি ভাইয়া আমি সফটওয়্যার বিক্রি করছি এই হাটে। সকালে পোস্ট দিয়েছিলাম আর কয়েকজন নক করছিল এখন তাদের রিপ্লাই দিবো। 


গত হাটে প্রায় ২০ জন আমার সফটওয়্যারের ডেমো দেখেছে। কথা বার্তা চলছে। ইনশাআল্লাহ সেল হবে ভাইয়া। 


সবুজ ভাইঃ গুড ভয়।  মধু বিক্রি করো না, আমিত বলতে ভুলেই গেছি তোমার চাচা মধু দিয়ে চা খায় আমারে এক কেজি মধু দিও দাম কত এখন? 


আমিঃ ভাইয়া মধু এখন ৯০০/- যাওয়ার সময় এক কেজি নিয়েন মনে করে। 


যাইহোক অনেক বড় হয়ে গেলো। 

মধু দেশের যেকোন যায়গায় দিয়ে থাকি সুন্দরবনের প্রাকৃতিক মধু দাম ৯০০/- কুরিয়ার চার্জ ১০০/- 

পাইকারি ও বিক্রি করা হয়। 



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৬৫

৩০-০৬-২০২০


ইকবাল

কোর ভলেন্টিয়ার 

এই প্রিয় গ্রুপের 

ফেনী থেকে 

২য় ব্যচ

রেজিষ্ট্রেশন নং ৫১১ 

মোবাইলঃ ০১৮২০-৫০৫৩৪১

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।