দুচোখ ভরা স্বপ্নরা বাস্তবায়িত হতে চাইতো..কিন্তু শক্তি যেন ছিল শূন্য!প্রতিটি সকাল-দুপুর রাত বা সন্ধ্যাজুড়ে আমি বিভিন্ন কারনে ছিলাম বিষন্ন-হতাশার্ত।আমার বেকারত্ব অবস্হাকে একজন ভিক্ষুকের শোচনীয় অবস্হার চেয়েও যন্ত্রনাদায়ক,অসহায় মনে হত।
আলহামদুলিল্লাহ্... কোনভাবে একদিন 'নিজের বলার মত একটা গল্প 'গ্রুপে এ্যাড হলাম।তারপর একদিন..দুইদিন...তিনদিন....ব্যাস আমার সাথে ঘটতে থাকলো ম্যাজিক-চমক!স্যাররের প্রতিটি শিক্ষামূলক সেশন, স্যারের আন্তরিক উপদেশ বানী, প্রতিটি সদস্যদের অগ্রগামীতা আমাকে প্রেরণা যোগাতো এবং পুনরায় হারিয়ে যাওয়া আমিকে জাগ্রত হতে সাহায্য করলো ব্যাপকভাবে।আমি আমার স্বপ্নগুলিকে সাজিয়ে নিয়েছি। পরিবার মেন্টেনের পাশাপাশি অন্যতম শ্রেষ্ঠ দুটি কাজের সাথে নিজেকে জড়িয়েছি-ব্যক্তিগত ভাবে একটি পাঠাগার স্হাপন করেছি বই পড়ি,অন্যদের পড়াই এবং ভেজাল মুক্ত খাবার সেল করছি অবসরে।ব্যাচ,হয়ে গেলাম আমি চেঞ্জ!আজ শুধু আমি গৃহিনীই নই একজন কর্মজীবী এবং একজন সমাজের একাংশ দায়িত্ব কাঁধে একজন স্বেচ্ছাসেবী।
আজ আমি স্বপ্ন দেখি আরো বিশাল কিছুর!
'নিজের বলার মত একটা গল্প'গ্রুপে জয়েন করলে -১.কেউ কখনো ই বেকার অবস্হায় খুব বেশিদিন থাকতে পারবে না,স্বাবলম্বী সে হবেই ।
২.একজন ভাল মানুষ হতে শিখবে,সবার সাথে সঠিক আচরন শিখবে এবং আন্তরিক হতে শিখবে সবার প্রতি,দেশের প্রতি।
৩.পুরো বাংলাদেশের মাঝে বিজনেসএর জন্য বা ভাল বন্ধুত্বের এক বিশাল নেটওয়ার্ক পাবে এবং সার্বিকভাবে প্রত্যেকের জীবন বদলে যাবে।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৩৮
Date: ২৩/১০/১৯ ইং
মেহের নিগার
৫ম ব্যাচ,রাজশাহী।
রেজি নং-২৭৭৭
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।