See More Post

জীবনে যে কোনো কিছু অর্জন করতে হলে #লেগে_থাকার বিকল্প নেই।।।

বিসমিল্লাহির রহমানির রাহিম।

আসসালামু'য়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। 

প্রথমে আমি শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহর দরবারে, যিনি আমাকে সৃষ্টি করছেন,

এবং আমাকে সুস্থ এবং ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সবার প্রিয় মেন্টর #ইকবাল_বাহার_জাহিদ স্যারকে। যিনি আমাদেরকে এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন।এই প্লাটফর্ম তৈরি করে তিনি থেমে থাকেন নি, ৬৪ টি জেলা সহ প্রায় ৫০টি দেশের ৩লক্ষাধিক মানুষের মাঝে তৈরি করে দিয়েছেন ভালোবাসার বন্ধন।

প্রিয় প্লাটফর্মের ভাই এবং বোনেরা আল্লাহর অশেষ রহমতে সবাই আশা করে ভালো এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ।

আমি খুব ভালো লিখতে পারি না, তবুও আজ নিজেকে নিয়ে লেখার চেষ্টা করছি।

মধ্যবিত্ত পরিবারে স্বপ্ন গুলো স্বপ্নের মধ্যে  হারিয়ে যায় পরিবারে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। সবার চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়। জীবন গড়ার স্বপ্ন হারিয়ে  যায় পরিবারের ঘ্যানি বহন  করে।আমি সেই মধ্যবিত্ত ঘরে একজন সন্তান। পরিবারের বড় ছেলে হয়ে সে দায়ী ভার আমার  মাথায়, যা আপনাদের মাঝে শেয়ার করবো।

#পাঁচ ভাই বোনের মধ্যে, আমি সবার বড়।একটু একটু  যখন বুঝতে শিখছি, তখন জানতাম বাবা চট্টগ্রামে চাকরি করতেন।

বাবা মাসে দুই একবার বাড়িতে আসতেন, এসে বাবা এক দুই দিন থেকে আবার চলে যেতেন, বাবার আদর তেমন পাইনি,  শাসন ও পাইনি, বাবা সন্তানের ভালোবাসা কি রকম আমি এখনো বুঝিনি, তবুও বাবা আমার অনেক প্রিয়, বাবাকে আমি অনেক ভালোবাসি।আমি অনুভব করি, বাবা যেন ছায়ার মতো আছে আমার পাশে।

#মায়ের শাসন, আদর, ভালোবাসায় বড় হয়েছি, মা হলো  সন্তানের জন্য আদর্শ শিক্ষক, আমার মা ছিলো ধার্মিক, সব সময় ভালো উপদেশ দিতেন, কোথাও আড্ডা দিতে দিতেন না, কোথাও গেলে মা জিজ্ঞেস করতো কোথায় গিয়েছিলি, কেনো গিয়েছিলি, মা কে বলতে হতো। মা সব সময়  চাইতো তার সন্তানেরা এক আদর্শ বান হয়ে থাকবে, ভালো মানুষ হয়ে থাকবে। মায়ের কোনো তুলনা হয় না।

#মা সব সময় চিন্তা করতেন এত বড় ফ্যামেলি কি ভাবে চলবে, বাবা চাকরি করে যা পেতেন, ভাই বোনের পড়াশোনা, সংসারে শেষ হয়ে যেতো। এর পর আমি যখন এস এস সি পরিক্ষা দিয়েছি, তখন তো বুঝতাম না দায়িত্ব কি ।

এর পর বাবার অবসরে গেলেন, মায়ের চিন্তা আরো বেড়ে যায়, বাবা অবসর  হওয়ার পর কোনো টাকা পায়নি, সরকারি ভাবে জামেলা ছিলো, এর পর বাবা বাড়িতে চলে আসেন।

এমনিতে অভাবের  সংসার তার উপর  বাবার  অবসর ভাই বোনদের  আকুতি  মিনতি  সবমিলে যেন অন্ধকার নেমে  আসলো আমাদের  পরিবারে। আত্মীয় স্বজন থেকে  ও কোনো সাহায্য মিলছে না  অভাবে পড়লে বুঝা যায় কে আপনজন। সে কঠিন মুহূর্তে গুলো মনে পড়লে আজ চোখে জল আসে।

এত বড় সংসার কি ভাবে চলবে , মায়ের ছটপট ভাই বোনদের চাহিদা সবমিলিয়ে আমার জীবনে নিমে আসে অন্ধকারময় দিন। কি করবো কি করতে পারি তা নিয়ে ভেবে কুল কিনারা না পেয়ে অবশেষে আমার চিন্তা  আসে আমাকে কিছু একটা  করতে হবে। যেহেতু  পরিবারের বড় সন্তান তাই দায়িত্ব টা আমাকে নিতে হলো।

মধ্যবিও ঘরের বড় ছেলে, জীবনে অনেক স্বপ্ন নিয়ে বড় হয়। কিন্তু তার বেশির ভাগ বাস্তবে রুপ দিতে পারে না। এই কারনে সেই থেমেও থাকে না , বুকভরা  আত্মবিশ্বাস নিয়ে পরিবারের সকলের মুখে হাসি ফুটাতে সদা তৎপর।

এরমধ্যে রেজাল্ট বের হলো, কলেজে ভর্তি হওয়া   আর হলো না।

পড়াশোনা করার ইচ্ছে থাকলেও পড়াশোনা আর হলো না।

অনেক সপ্ন থাকলে ও সেটা আর পুরন হলো না। পাড়ি দিতে হলো প্রবাসে।

এক জন বড় ভাইয়ের বন্ধুর  ম্যধমে অনেক কষ্টের বিনিময়ে জোগাড় করি  বিদেশ নামের পত্র।

সামান্য একখানা জমি ছিল চাষাবাদের তা বিক্রি  করে,আরও  কিছু টাকা  হাওলাত করে পাড়ি দিলাম  প্রবাসে ।  

গুরাতে লাগলাম ভাগ্যের চাকা।  পরিবারের বড় সন্তান, দায়িত্ব অনেক।  শুরু হলো প্রবাস জীবন, সংসারের  পুরো দায়িত্ব আমার উপর, ভাই বোনের পড়াশোনা, সব আমাকে বহন করতে হয়,  এভাবে  প্রবাসে কেটে গেলো এক-যুগের অধিক সময়,মাঝপথে হঠাৎ একদিন গুরুতর এক্সিডেন্ট হই😥।

তিন দিন পরে দেশে চলে গেলাম, প্রবাসে অসুস্থ হলে সবার খুব কষ্টেই দিন কাটে, একা থাকতে হয়, একাই সব করতে হয়, এ কারনে দেশে গিয়ে চিকিৎসা করলাম।

যাওয়ার ১৫ দিন পর হঠাৎ বাবা স্ট্রোক করেন,

আমি অসুস্থ বাবাও অসুস্থ।

#এতোকিছু পর ও আমি একটু হতাশ হয়নি, কারন আমার আল্লাহ আমাকে সব সময় সাহায্য করেন।

এভাবে আমার সময় কাটতে লাগলো,ছুটি ও শেষ, এর পর আবার চলে আসলাম প্রবাসে, ঘুরাতে লাগলাম ভাগ্যের চাকা। পরিবারের স্বপ্ন পূরণে নিজেকে বিলিয়ে দিচ্ছি ,বুকে হাজারো কষ্ট নিয়ে থাকতে হয় প্রবাসে নামের বন্দী শালায়, এবাবে কঠিন  দায়িত্ব নিয়ে পরিবারের সবাইকে নিয়ে সামনে আগাতে থাকলাম।

হাজারো কষ্টের মাঝে যাদের মনে হাসির ফুল ফুটে তারাই প্রবাসী।

তিন বোনকে ডিগ্রি পর্যন্ত পড়িয়ে ২জনকে বিয়ে দিলাম, ছোট ভাই এ বছর এস এস সি পাশ করলো। আমি একটু ও হতাশ নই, কারন আমি পড়াশুনা না করতে পারলেও ভাই-বোনদের পড়িয়েছি, আমি সার্থক।

আমি বড় হিসাবে কত টুকু পারছি জানি না, তবে তাদের চাহিদা মিটাতে চেষ্টা করি সব সময়।

#মা_বাবার_দোয়ায়, আমাকে সামনের দিকে আগাতে সাহায্য করছে।

এগুলো কেনো লিখলাম আপনারা হয়তো যানেন না,

#মানুষ_অল্পতে_হতাশ_হয়ে_যায়

#দূর্বল_হয়ে_যায়

#চিন্তিত_হয়ে_যায়

#আশা_ছেড়ে_দেয়

#হাল_ছেড়ে_দেয়

#লেগে_থাকতে_পারে_না

এত কিছুর পর ও, আমি কখন হতাশ হইনি,

কখনো দূর্বল অনুভব করিনি, কারন আমি সব সময় হাসি খুশি  থাকি, জীবনকে উপভোগ করতে পছন্দ করি, সহজ জীবন যাপন করতে পছন্দ করি।  এবং আল্লাহর উপর সব সময় বিশ্বাস রাখি,  আমার আল্লাহ আমাকে অনেক সাহায্য করেন,

আমার সব কাজ সহজ করে দেন। 

আলহামদুলিল্লাহ

হাজার ও আশা, স্বপ্ন পূরনে ব্যর্থ যুবক আমি  অবশেষে খুজে পেলাম।

#নিজের_বলার_মতো_একটি_গল্প_গ্রুপ

ইকবাল বাহার জাহিদ স্যারের থেকে শিক্ষা নিয়ে, এখন সাহস এবং আত্মবিশ্বাস আরো বেড়ে গেলো।

নতুন নতুন স্বপ্ন দেখা শুরু কারলাম। এবং প্রতিনিয়ত শিখে যাচ্ছি, মনে অনেক শক্তি পাচ্ছি অনেক দূর এগিয়ে যাবার।

#যা কিছু পেয়েছি এই গ্রুপ থেকে :

#প্রথমে এক জন আদর্শ শিক্ষক,মেন্টর, স্পিকার, পেয়েছি।

#চমৎকার একটা প্লাটফর্ম পেয়েছি যেখানে প্রতিনিয়তো না আসলে ভালো লাগে না।

#অসংখ্য ভালো মানুষের একটা 
   পরিবার পেয়েছি।

#অনেক গুলো ভালো মানুষের সাথে, পরিচয় হয়েছে, যাদেরকে কখনো চিনতাম না, যানতাম না।

#বিশাল একটা নেটওয়ার্ক পেয়েছি, এই নেটওয়ার্কের মানুষ গুলো, প্রিয় বন্ধু হিসাবে রুপান্তর হচ্ছে।

#এখন এক জন ভালো মানুষ হিসেবে পরিচয় দিতে পারি।

#কি ভাবে মানুষকে সাহায্য করতে হয়, সেটা শিখেছি।

#কি ভাবে লেগে থাকতে হয়, তা শিখেছি।

#অসহায় মানুষের পাশে দাড়াতে হয় তাও শিখেছি।

#একা একা বাঁচতে নয়, সবাইকে নিয়ে বাঁচতে হবে, তাও শিখেছি।

#এই গ্রুপ থেকে অনেক ভালোবাসা পেয়েছি।

#নিজের প্রতি নিজের আত্ম বিশ্বাস বেড়েছে

#তাড়াহুড়ো করে সফলতা আসবে না, তাও শিখেছি

#সম্পর্কে সততা ও কমিটমেন্ট তাও শিখেছি।

#স্যার শিখিয়েছেন জীবনে সব থেকে বড় অর্জন হচ্ছে ভালো মানুষ হওয়া।

#স্বপ্ন  দেখা শিখলাম

#মা বাবার মুখে হাসি পুটাতে হয় তাও শিখেছি।

#মানুষকে উৎসাহ দেওয়া তাও শিখেছি।

#সফলতা হচ্ছে, সুশিক্ষা, সুস্বাস্থ্, সুখ, ও সম্পদ, তাও জানলাম।

#জীবনে সব চাইতে বড় সফলতা হচ্ছে খুশি থাকা।তাও জানলাম

#নিজের পরিচয় বুক ফুলিয়ে দেওয়া। তাও শিখেছি

#নিজের নামকে ভালোবাসতে শিখেছি।

অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর একটা প্লাটফর্ম দিয়েছেন, এবং সুশিক্ষা দিচ্ছেন।

#একটা_কথা_সবাই_মনে_রাখবেন

জীবনে যে কোনো কিছু অর্জন করতে হলে #লেগে_থাকার বিকল্প নেই।।।

#জীবনের প্রতিটা দুঃখের পরে সুখ আসবে। তার জন্য স্বপ্ন দেখতে হবে, সাহস করতেন হবে, শুরু করতে হবে এবং লেগে থাকতে হবে।

সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্ন গুলো যেনো যেন বাস্তবে রুপ দিতে পারি এবং একজন ভালো মানুষ হতে পারি।

স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭০
০৫-০৭-২০২০

👨দেলোয়ার হোসেন রুবেল
🗞নিজের বলার মত গল্প গ্রুপের একজন নিয়মিত  ছাত্র।
🖋রেজিষ্টেশনঃ৯১২৮
👮ব্যাচঃ ৮
💉ব্লাড : B +
🇧🇩জেলাঃ নোয়াখালী
🎢প্রবাসী, মালায়েশিয়া
📲মোবাইল :0060197495094

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।