See More Post

নিজের বলার মতো একটা গল্প গ্রুপের সদস্যদের হাত দ্বারা। আর এত বড়ো অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান

👥 গল্পে,গল্পে হাটবার 👥


💓 নাফিসা,,কফিল,


 এর দীর্ঘ দিন ভালোবাসার পরিনামে অনেক চড়াই-উতরাই সংগ্রাম সমাজতা করে শুভপরিনয় হয়েছে ২ বছর হলো 

অনেক সুন্দর সুখী দম্পতি সংসার চলছে ২ জনেই ভালো জ্ঞানী পড়ালিখা জানা কিন্তু তাদের দুজনেরই মাথায় মনে একটাই চিন্তা ধারা।

,ওহ হ্যা একই চিন্তা ধারা মনের মিল তাইতো প্রেম ভালোবাসা অতপর পরিনয় কোন প্রকার ব্রেকআপ চাড়াই।

তাদের কথা হলো ৯টা/৫টা চাকুরী করবোনা। 

অন্যের কাজে নিজের মেধা খরচ করা তার উপর প্রমোশন বেতন বাড়ানো এ গুলো নিয়ে অনেক  হুজুর হুজুর করা।

 আর চাকুরী করা মানে নিজের ভাগ্য একটা বাক্সে বন্দী করে রাখা। 

যে ভাবা সে কাজ শুরু কিছু টাকা হাতে নিয়ে বসে গেলো  ব্যবসায়ীক প্ল্যান করা দুজনের মনের এমন অবস্থা কে কোন ড্রেস পড়বে তাও যুক্তি পরামর্শ করে করতে অভ্যস্ত। 

এখন কফিল কোন কিছুই চিন্তা করে ফল পাচ্ছেনা,নাফিসাও চিন্তায় মগ্ন কি শুরু করা যায় এ নিয়ে অনেক যুক্তি পরামর্শ করে দিসেহারা হয়ে, স্মার্ট ফোনটি হাতে ছাড়া করছে এমন সময় কফিলের এক বন্ধুর ইনভাইট নোটিপিকেশন বেজে উঠলো।

আমরা অতি জ্ঞানী ভাব দেখাই বেশির ভাগ ক্ষেত্রে ইনভাইট নোটিপিকেশন ওফেন করে দেখিনা আসলে কিসের দাওয়াত দিলো বিরায়নি না এমনি নাস্তা।

আজ প্রিয় বন্ধু দিয়েছে আর চিন্তায়ও আছে তাই, ওফেনই করি,দেখে একি, কোন আড্ডার, ভ্রমনের পেইজ নয় বড়োসড় এক গ্রুপের লিংক দিয়েছে।  


,,নিজের বলার মতো একটা গল্প,, 


জীবনে একটাই গল্প বানাইলাম তাও দুজন মিলে, মা,বাবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে,।

এখন আবার কোন গল্পের সন্দান দিলো প্রিয়  বন্ধু। 

লিংক ওফেন করে করে দেখতে দেখতে মিস্টি সুমধুর ভদ্র নম্র সে এক যাদুমাখা কন্ঠে ভেসে আসলো,, আচ্ছালামুয়ালাইকুম,, 


ততক্ষণে নাফিসা কিচেন থেকে এসে এই নাও তোমার কফি বলে বলে কফিলের পাশে সোফায় বসলো,

কফিলকে বলে উঠলো কোন আইডিয়া না ভেবে আবার ফোন নিয়ে টিপাটিপি,তুমি শুধু আমাকে বিয়ে করার জন্য সিরিয়াস ছিলা আর কিছুতেই সিরিয়াস দেখিনা।

শুনে কফিল বলে রাখো তোমার কফি এ নাও মিস্টি।


এ ভদ্রলোকের কথা গুলো শুনো।

দুজনে আমাদের প্রিয় ইকবাল বাহার জাহিদ  স্যারের সেশন আর ভিডিও দেখতে দেখতে একে অন্যের দিকে তাকায় অবাক হয়, মিটি মিটি হাসে কফি শেষ করে দুপুরের খাওয়ার সময় হলো কখন বুঝতেও পারেনি।

এড হয়ে রেজিষ্ট্রেশন এর জন্য কমেন্ট করতেই আমরা রেজিষ্ট্রেশন টিম প্রস্তুত কি সহায়তা করতে পারি?রেজিষ্ট্রেশন? ওকে ১০ ব্যাচে এড করে রেজিষ্ট্রেশন করে দিলাম উনারা এখন হাজারো আইডিয়া খুজে খুঁজে পছন্দ মত সিলেক্ট করছে আর স্যারের সেশন থেকে অভিজ্ঞতা নিচ্ছেন।


হঠাৎ মনে আসলো ঘরে তেমন কোন বাজার নাই,কিযে করা যায়। 

আমাদের গ্রুপে ভিবিন্ন পোস্ট ঘুরতে ঘুরতে চোখে পড়লো মংগল বার হাট বার।ওহঃ অনলাইনে হাটবার?কি পাওয়া যায় আর কেমনেই পাবো এ অভিপ্রায়ে পোস্ট দেখতে দেখতে পেয়ে গেলো আমাদের,

 হাট মনিটরিং টিমের,

 আহবান পোস্ট আগামী কাল মংগলবার আমাদের হাটে কেনা বেচার দুম চলবে পূর্বের হাট গুলোর চাইতেও বেশি কেনা বেচার টার্গেটে এগুচ্ছি।

ততক্ষণে নাফিসাকে ডেকে বলে দাও বাজার কি কি লাগবে লিস্ট করো কাল হাটে যাবো। 


নাফিসা মন খারাপ করে বলে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বিপদে ঠেলে দেওয়ার জন্য নয় ঘরে যা আছে তা দিয়েই চলবো।তবুও তোমাকে এ মহামারীতে বাহিরে যেতে দিবোনা।

কফিল,আরে ঘরে বসেই হাটের কাজ  করবো,তোমার কি কি লাগবে তা বলো,

,ছোট্ট বাবুর জন্য

 মধু,

আম,

,বাবুর জন্য কাসির সিরাপ,

মাথা ব্যথার এডল টেবলেট, 

ঘরে বসে বোর হচ্ছি কিছু শিক্ষনিয় বই,

,তোমার জন্য ভালো হাতের কাজ করা থ্রিপিচ,

প্রশাধনি কিছু, 

আমার গেঞ্জি, 

টুপি,

টিশার্ট,

 বারান্দায় কিছু ফুল গাছের ছারা লাগবে।

মাছ,

,মাংস, 

দেশি মুরগী,

কবুতর,

 আলু,

,পিয়াজ,

ওহঃ মরিচ

, হলুদ, 

মসলা গুড়ো লাগবে 

কিছু, ভালো মানের ঘী,

খাঁটি সরিসার তৈল,

তুমি বলছিলা তোমার জন্য বোরখা একটা। 

।সব সময় ব্যবহারি কিছু  গহনা।

গ্রাম থেকে আসার পর সুটকি খাওয়া হয় না কিছু সুকটি নাও।

বাবুর জন্য গরমে সুতার কিছু  ড্রেস নিতে হবে,

,এত সব কি কি লাগবে  হাটের  ভাই,বোনদেরকে অডার করলেই চলে আসবে।

মেয়েদের বুদ্ধি বেশি হিসেবিও বটে,তাই বলে উঠলো এ গুলো অনলাইনে অডার করবা আর ২/৩ নং পন্য সব আসবে।

কফিল দুর কিযে বলো এ অনলাইন হাওয়ার উপর চলা মুক্ত ঘুঁড়ির মত নয়।এখানে সার্বক্ষণিক তত্ত্বাবধানে মনিটরিং হচ্ছে 

ইকবাল বাহার জাহিদ স্যার নিজেই কন্ট্রোল রুমে রিমোট হাতে আএ সি সি ক্যামেরায় বিচক্ষণ দল আছে ২ নং করবে তার অফিস বা বাসার কলিং বেল বেজে উঠবে, নিজের বলার মতো একটা গল্প গ্রুপের সদস্যদের হাত দ্বারা। 

আর এত বড়ো অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেটিং প্লাটফর্ম এর সদস্য পদ হারানোর ভয়তো আছেই আবার ক্রেতা বিক্রেতা সবাই ভালো মানুষ।

 তাই এ সব পন্য ১০০% খাঁটি পিউর এবং ফরমালিন মুক্ত। বিশ্বস্ততার সাথে পন্য আদান প্রদান লেনদেন হয়ে থাকে। 


প্রিয় মেন্টর জনাব, 

     ইকবাল বাহার জাহিদ স্যারকে সালাম জানিয়ে দোয়া করি অন্তর থেকে। 


গ্রুপের প্রিয় সহপাঠী ভাই,বোনদেরকে শুভেচ্ছা শুভকামনা জানাই, হাটবারের দাওয়াত রইল,

ক্রয় বিক্রয় করবেন অনেক অনেক, বন্ধুদেরকে ইনভাইট দিবেন।সেল পোস্ট দিয়ে নিজের পন্যের প্রচারে প্রসারিত করবেন। 

নেগেটিভ কমেন্ট, অন্যের সেল পোস্টের কমেন্ট এ নিজের পেইজ দেওয়া থেকে বিরত থাকবেন হাটের সুস্ট পরিবেশ বজায় রাখতে সহায়তা করবেন এ প্রত্যাশায়



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭১

০৬-০৭-২০২০


আমি,

Mn.Karim.

ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল, 3D ডিজাইনার 

ইকবাল বাহার জাহিদ স্যারের একনিষ্ঠ ছাত্র 

নিজের বলার মতো একটা গল্প, প্লাটফর্ম 

কমিউনিটি ভলেন্টিয়ার

৫ম ব্যাচ,রেজিষ্ট্রেশন নং ৮০৪.

চট্টগ্রাম 

Shahidulkarim29@gmail

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।