See More Post

নতুন সূর্যের অপেক্ষায়"

🌤🌤🌤🌤 নতুন সূর্যের উদয়🌤🌤🌤🌤


বিশ্বাস ও ভালবাসার বহিঃপ্রকাশ 


মহান অাল্লাহর প্রশংসা জ্ঞাপন করে শুরু করছি। 


প্রথমে  কৃতজ্ঞতা প্রকাশ করছি

নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্মের ফাউন্ডার অামাদের প্রানপ্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি। 


নিজের বলার মতো একটা প্লাটফর্ম এ ভাল মানুষিকতার চর্চার পাশাপাশি একটা বিশ্বস্ত নেটওয়ার্ক গড়ে তুলে।


এই নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে

বাংলাদেশের ৬৪ জেলার গন্ডি পেড়িয়ে বিশ্বের ৫০ টির অধিক দেশের মধ্যে। 


এই নেটওয়ার্কিং এ অন্তর্ভুক্ত অাছে বর্তমানে ১ লাখ ২৮ হাজারের অধিক একটিভ সদস্য, এর অধিকাংশের সাথে অাছে অামার দারুন সখ্যতা এবং  এই সখ্যতাটাকে পুঁজি করে চড়ে বেড়াচ্ছি মানুষের অন্তরে। এর মধ্যে  অামার হৃদয়ের স্পন্দন মিশে গেছে এই রাজ্যের দুই প্রজার মাঝে।


অামাদের একসাথে ৩০০ দিন পথ চলা। 


এক সাথে পাড়ি দেওয়া দীর্ঘ এই ৩০০ দিনের বন্ধনকে আরও মজবুত করতে তিন বন্ধু যুক্ত হয়ে গেলাম এক অমর বন্ধনে, এক নতুন স্বপ্নের বাস্তবায়নে,


                     নতুন সূর্যের অপেক্ষায় 


দীর্ঘ প্রতিক্ষার পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উষার শুভ্র রেখা কাটিয়ে ভোরের অালোয় মিষ্টি হাওয়ায় পূর্ব অাকাশে সূর্য উদিত হওয়ার মধ্যে দিয়ে মানুষের ইচ্ছেগুলো পূরন করার প্রয়াসে  যাত্রা শুরু হলো  

                     #ইচ্ছে_বাজার


ইচ্ছে বাজার কাজ করে যাবে অাপনাদের সকল চাহিদা পূরনের জন্য। 


সূর্য উদয় হয়ে এর তেজস্ক্রিয়তা বাড়ার সাথে সাথে ইচ্ছে বাজারের জ্যোতিও ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি প্রান্তে ও বিদেশে। 


সকল প্রিয় ভাই ও বোনেরা অামাদের ইচ্ছে বাজার পরিদর্শন করে জানিয়ে দিন অাপনাদের মনের ইচ্ছে গুলো। 


সেই সাথে অাপনার প্রিয়জনদের দুয়ারে দুয়ারে পৌছে দিন ইচ্ছে বাজারের শুভেচ্ছা বার্তা। 


প্রতিটি নতুন দিনকে নতুন আঙ্গিকে তুলে ধরে দেশবাসীর মনের ইচ্ছে গুলি পূরণ করার তাগিতে কাঙ্খিত পন্য, গুনগত মান ও সর্বোচ্চ সুবিধার সহিত সরবরাহ করার লক্ষ্যে যাত্রা শুরু করল ইচ্ছে বাজার।


একেকটি নতুন সূর্যের রোশনি আপনার জীবনে এনে দিক নতুন সফলতার বার্তা, এনে দিক সুখ ও শান্তির স্নিগ্ধ পরশ।



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭১

০৬-০৭-২০২০


                  

মো: ইমরুল কাউছার 

#রিসার্চ_এন্ড_প্রমোশন_টিম 

নিজের বলার মতো একটা গল্প 

ব্যাচ-৬  রেজিষ্ট্রেশন -৪৫৩৬

জেলা- #মানিকগন্জ

মিরপুর - ঢাকা


ইচ্ছে বাজার

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।