See More Post

শক্তিশালী ওই ব্যক্তি নয়,যে খুব কুস্তিতে লড়তে পারে।শক্তিশালী সেই ব্যক্তি, যে নিজের ব্যর্থতাকে নিয়ন্ত্রণ করতে পারে

☪︎☪︎☪︎বিসমিল্লাহির রহমানির রহিম☪︎☪︎☪︎


প্রথমে আমি সেই মহান সৃষ্টিকর্তা,রব্বুল আলামীনের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। যিনি এই সুন্দর ধরণী তে আমাকে প্রেরণ করেছেন। এবং আমাকে কিছু লেখার তৌফিক দান করেছেন। 


বর্তমান বৈশ্বিক দুর্যোগপূর্ণ মহামারী পরিস্থিতিতে যে যেখানে আছেন।আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। 


আমি লাখো তরুন তরুনীর স্বপ্নদ্রষ্টা #ইকবাল বাহার জাহিদ স্যার কে সালাম জানিয়ে,  কিছু লেখা শুরু করছি। 

আজ আমি লিখব,

             *** ব্যর্থতাই সফলতার চাবিকাঠি***

 হয়তো আপনারা ভাবছেন,এটা কেমন কথা হল। *ব্যর্থতাই সফলতার চাবিকাঠি* এটা কি করে সম্ভব। আমরা যদি আমাদের, পূর্ব পুরুষদের দিকে লক্ষ করি।

  তাহলে দেখব ব্যর্থতা ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতেই পারিনি। 


#ক্লাসের হাবাগোবা উপহাসের ছাত্রটির কথাই ভাবেন। যাকে তার শিক্ষক ক্লাস থেকে বের করে দিয়ে তার মা কে বলেছিলেন।আপনার এই বোকা ছেলেকে দিয়ে কিছুই হবে না। তিনি কে জানেন?তিনি আর কেউ নন। তিনি হলেন, #বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। 


#তাইতো মাইকেল জর্ডান বলেছিলেন,আমি ব্যার্থতাকে মেনে নিতে পারি। কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। 


#একবার  গেটস স্কুল থেকে বাড়ি ফিরল। সেদিন তার গণিতের ফলাফল দিয়েছিল। তিনি ঘরে পা রাখতেই তার মা সামনে দাড়িয়ে বলল বাবা পরীক্ষায় কত নাম্বার পেয়েছিস। গেটস মাকে তার নাম্বার বললেন। মা খুশি হয়ে বললেন, বাহ এতো ভালো নাম্বার।তোর ক্লাসে আর কতজন পেয়েছে।গেটস তার মাকে বলল আমি একাই পেয়েছি । পরিসমাপ্তিতে পরিসমাপ্তিতে প্রতিউত্তরে মা কি বলেছিলেন জানেন।বেশ বেশ আমি অনেক খুশি হয়েছি। তুই একাই এই নাম্বার পেয়েছিস। তুই দশ, বিশ,চল্লিশ,পঞ্চাশ  এমনকি আশি, নব্বই  পেলেও আমি রাগ করতাম।  কিন্তু তুই একদম শূন্য পেয়েছিস। এবার নতুন করে শূন্য থেকেই শুরু কর সবকিছু। 


#এরপর তার মা তাকে কিছু উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন জীবনে এমন কাজ করবি যা অন্য কেউ করছে না। বেশিরভাগ মানুষই ঘুরে ফিরে প্রতিষ্টিত কিছু পথে ক্যারিয়ার গড়ে তোলে।কেউ ঝুঁকি নিতে চায় না। তুই সবার চেয়ে ভিন্ন পথে হাঁটবি,ভিন্ন কাজ করবি।তুই নিজেই পথ তৈরি করবি।মানুষকে স্বপ্ন দেখাবি। 


#আর এখন সেই ব্যক্তি, বিশ্ব বিখ্যাত #বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। 


তাইতো #বিলগেটস বলেছিলেন, আমি অনেক বিষয় নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু কখনো প্রথম হতে পারেনি।অথচ বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা আমার কর্মচারী। 


এছাড়াও #টমাস আলভা এডিসন বলেছিলেন,আমি বলব না আমি১০০০ বার হেরে গেছি। আমি বলব যে, আমি হারার ১০০০টি কারণ বের করেছি। 


তাইতো আমি বলতে চাই, #শক্তিশালী ওই ব্যক্তি নয়,যে খুব কুস্তিতে লড়তে পারে।শক্তিশালী সেই ব্যক্তি, যে নিজের ব্যর্থতাকে নিয়ন্ত্রণ করতে পারে।


 এই কথাগুলো থেকেই কি আমরা প্রমান করতে পারিনা "ব্যর্থতাই সফলতার চাবিকাঠি" 


পরিসমাপ্তিতে #কালী প্রসন্ন ঘোষ এর সেই কবিতার কয়েক লাইন না লিখে পারলাম না। 

        

 পারিব না একথাটি বলিও না আর

                                 কেন পারিবে না ভাবো একবার

         পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা 

                   পারো কিনা না পারো কর যতন আবার 

                            একবার না পারিলে দেখো শতবার 


সবাইকে সালাম জানিয়ে, এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৭৪

০৯-০৭-২০২০



# নামঃ অনামিকা পারভীন।

# ব্যাচ নাম্বারঃ১০ম

# রেজিস্ট্রেশন নাম্বারঃ১৭৮৯২

# জেলাঃ ঝিনাইদহ।

# উপজেলাঃ মহেশপুর।

# বর্তমানঃ গাজীপুর। 

# ফাউন্ডারঃ আমাদের হস্তশিল্প। 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।